হাইলাইটস
- দীর্ঘদিন ধরে চাকরি করলেও অনেকের মধ্যে কিন্তু এই সঞ্চয়ের প্রবৃত্তি থাকে না।
- তবে বিয়ের পর বোঝা যায় সঞ্চয়ের কতটা প্রয়োজন।
- কারণ প্রতি মুহূর্তে খরচ বাড়তেই থাকে
অফিসের ফোন সামলে ভাত রান্না করতে প্রাঞ্জলও এখন শিখে গিয়েছে। প্রথম ছ মাস খব অসুবিধে হলেও এখন ওরা অনেকটাই মানিয়ে উঠেছে। বরং মাঝেমধ্যে বন্ধুদেরও নিমন্ত্রণ করে। উইকএন্ড পার্টি হয়। আড্ডা হয়। সেই সঙ্গে বিরিয়ানি পার্টিও হয়। দেখতে দেখতে বছর পার। আবার ঘুরে ফিরে সেই একই পরিস্থিতি। এবছরও লকডাউন। এই লকডাউনের চক্করে পড়ে ওদের হানিমুনটাই হয়নি। কিন্তু প্রথম বিবাহবার্ষিকী এসে গেল। এই কয়েকদিনে দুজনের মধ্যে ঝামেলা, অশান্তি যে গয়নি তা নয়। কিন্তু তা যেমন কিছুক্ষণের মধ্যে মিটে গিয়েছে। আবার ভালোবাসাও বেড়েছে। তবে এই এক বছরে ওরা দুজনেই অনেক কিছু কিন্তু শিখেছে। আর সেসবই তারা শেয়ার করে নিল আমাদের সঙ্গে।
মানিয়ে চলা- দুজনেই সিঙ্গল চাইল্ড হওয়ায় সেইভাবে কাউকেই কোনওদিন কারোর সঙ্গে মানিয়ে চলতে হয়নি। ফলে নানারকম সমস্যা ছিল প্রথম দিকে। যেমন বাথরুম শেয়ার করা, বেড শেয়ার করা। তবে পরবর্তীতে তারা দুজনেই এই সবটা মানিয়ে নিয়েছে। সেই সঙ্গে আরও অনেক কিছু মানিয়েও চলে।
মা-বাবার গুরুত্ব- এতদিন বাড়িতে থাকতে, মা-বাবার সঙ্গে থাকতে সেভাবে হয়তো তাঁদের গুরুত্ব দেওয়া হয়নি। মনে হয়েছে তাঁরা তো সঙ্গেই আছেন। কিন্তু দূরে থাকলে বোঝা যায় তাঁদের জন্য ছেলেমেয়েরা ঠিক কতটা চিন্তা করে। আর বিয়ের পর বাড়ি থেকে দূরে থাকলে তা আরও ভালো করে বোঝা যায়।
সঞ্চয়- দীর্ঘদিন ধরে চাকরি করলেও অনেকের মধ্যে কিন্তু এই সঞ্চয়ের প্রবৃত্তি থাকে না। তবে বিয়ের পর বোঝা যায় সঞ্চয়ের কতটা প্রয়োজন। কারণ প্রতি মুহূর্তে খরচ বাড়তেই থাকে। ফলে বিয়ের পর সবার মধ্যেই এই সঞ্চয়ের মানসিকতা দেখা যায়।
দারুণ একটা বন্ডিং তৈরি হয়- প্রেম আর বিয়ের মধ্যে কিন্তু অনেকটা ফারাক আছে। কারণ সেই এক ছাদের তলায় থাকা। বিয়ের পর একসঙ্গে থাকতে থাকতে একে অপরকে আরও ভালো চেনা যায়। সেই সঙ্গে দুজনের চাহিদাও বোঝা যায়। আর এভাবেই খুব সুন্দর একটা বন্ধন তৈরি হয়।
দুজনের মধ্যেকার যোগাযোগ- একে অপরের সঙ্গে সব সময় দেখা হলে অভিমান, ভুল বোঝাবুঝির সুযোগ কম থাকে। একে অপরের সঙ্গে মন খুলে কথা বলা যায়। ফলে দুজনের মধ্যেকার যোগাযোগটাও খুব ভালো থাকে।
ইমোশনাল বন্ডিং- একসঙ্গে থাকতে থাকতে আবেগ বাড়ে। ভালোবাসা বাড়ে। একে অপরকে যেহেতু দারুণ ভাবে বোঝা যায় সেহেতু দুজনেই খুব ভালো বোঝেন যে কোন সময়ে ঠিক কি চাই।
জীবনে তৈরি হয় নতুন লক্ষ্য- বিয়ে করলেই যে জীবনে উন্নতি হবে, নতুন লক্ষ্য তৈরি হবে এমন নয়। প্রেম, বিয়ে, চাকরি সবই জীবনের এক একটা পর্যায়। আর একসঙ্গে থাকতে থাকতে দুজনের অনেক চাওয়া, স্বপ্ন মিলে যায়। কেরিয়ারে যেমন লক্ষ্য পূরণের দিকে এগোয় তেমনই জীবনেও আরএ একধাপ এগিয়ে যায় নতুন স্বপ্নের দিকে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-03 19:30:25
Source link
Leave a Reply