ব্রাসিলিয়াঃ মারণ ভাইরাস করোনা (Corona) ভারত সহ গোটা বিশ্বে অনেক আগেই মহামারী হিসেবে ঘোষিত হয়েছে। যার জেরে বেহাল অবস্থা গোটা বিশ্বের। মৃত্যুর হাহাকার আর স্বজন হারানোর কান্নায় ভেসে যাচ্ছে গোটা বিশ্ব। ভয়ঙ্কর এই পরিস্থিতি মোকাবিলায় বিশ্বের প্রতিটি দেশই ভরসা রেখেছে টিকাকরণের উপরই। তবে প্রতিটি দেশের পক্ষে বিপুল জনসংখ্যাকে টিকাকরণের আওতায় আনা অতি সহজ পদক্ষেপ নয়। যেখানে ভারতের মতো দেশের ‘কোটি-কোটি’ জনবসতি। তবে গবেষকরা জনাচ্ছে ‘চিন্তার কারণ নেই’। বিপুল জনসংখ্যা হলেও মহামারী নিয়ন্ত্রণ করতে সবাইকে টিকাকরণের আওতায় আনার প্রয়োজন নেই। এমনটাই দাবি করেছে করোনায় ক্ষতিগ্রস্ত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ ব্রাজিলের একদল গবেষক।
তাঁরা জানাচ্ছে, করোনা নিয়ন্ত্রণের মধ্যে আনতে শুধুমাত্র ৭৫ শতাংশ প্রাপ্তবয়স্কদের সম্পূর্ণ রুপে টিকাকরণের আওতায় আনা প্রয়োজন। তার ব্যাখ্যায় গবেষকরা জানাচ্ছেন, ৭৫ শতাংশ মানুষকে টিকাকরণের মধ্যে আনা গেলে, তাঁদের থেকে সংক্রমণ আর ছড়াবে না। অর্থাৎ বাকি ২৫ শতাংশ মানুষ টিকা না নিলেও তাঁরা সংক্রমণের হাত থেকে নিরাপদ। ব্রাজিলের সেরেনা শহরে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দীর্ঘ তিনমাস পরীক্ষামূলক গবেষণা করে তাঁরা এই দাবি করেছে বলে জানা যাচ্ছে। ব্রাজিলের (Brazil) ওই শহরে ৪৫ হাজার মানুষের বসবাস। সেখানকার ৭৫ শতাংশ প্রাপ্তবয়স্কদের সম্পূর্ণ রুপে টিকা দিয়ে দেখা গেছে করোনায় মৃতের সংখ্যার হার আশ্চর্যজনকভাবে ৯৫ শতাংশ কমে গেছে।
উল্লেখ্য, ব্রাজিলের এই শহরে গবেষণাটি চালিয়েছে ইনস্টিটিউটো বুটানটানের (Instituto Butantan) গবেষকরা। যারা সেখানে চিনের তৈরি টিকা করোনাভ্যাক (CoronaVac) উৎপাদন করছে। চিনের এই টিকা সদ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে অনুমোদন পেয়েছে। এর পাশাপাশি করোনায় মৃতের সংখার নিরিখে আমেরিকা যুক্তরাষ্ট্রের পরে অবস্থানরত ব্রাজিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ফার্মাসিউটিক্যাল ফার্ম অ্যাস্ট্রাজেনেকা দ্বারা বিকাশিত আরেকটি পরীক্ষামূলক ভ্যাকসিনের তিন ধাপের পরীক্ষা চালাতেও সহায়তা করছে। প্রসঙ্গত, ব্রাজিলে এখনও পর্যন্ত মারণ ভাইরাসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৪ লক্ষ ৬৩ হাজার জন। সম্প্রতি গবেষকদের গবেষণা কেন্দ্রের আঁতুড়ঘর এই ব্রাজিল এখনও পর্যন্ত অপর্যাপ্ত টিকার সমস্যায় ভুগছে। তারই মধ্যে এই গবেষণার রিপোর্ট, বিশেষজ্ঞ মহলে আলোড়ন তৈরি করেছে।
লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!
‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.
শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-06-02 18:06:10
Source link
Leave a Reply