হাইলাইটস
- যাঁরা এখনও জামাইয়ের অফিশিয়ল ছাড়পত্র পাননি তাঁদের জন্য এটাই সুযোগ।
- বিয়ের আগেই মন জয় করে নিন শাশুড়ি মায়ের।
- তবে তার জন্য আপনাকেও খানিক পরিশ্রম করতে হবে
মাথার মধ্যে নানা রকম চিন্তা তাঁদের ঘুরপাক খায়। সব মা ভাবেন তাঁর মেয়ে বুঝি বোকা। কেমন ছেলের পাল্লায় পড়ল- কিন্তু জামাইকে দেখার পর সেসব অভিযোগ আর বিশেষ থাকে না। এমনকী বিয়েতে বাবা রাজি না হলে মায়ের উপরই সেই ভার বর্তায়, জামাইয়ের সুখ্যাতি করবার জন্য। সামনেই জামাইষষ্ঠী। আহারে-ফলে জমজমাট করে হবে জামাই বরণ। যাঁরা এখনও জামাইয়ের অফিশিয়ল ছাড়পত্র পাননি তাঁদের জন্য এটাই সুযোগ। বিয়ের আগেই মন জয় করে নিন শাশুড়ি মায়ের। তবে তার জন্য আপনাকেও খানিক পরিশ্রম করতে হবে। আর মেয়ের মায়ের সঙ্গে সম্পর্ক একবার জমে গেলে তখন আর পায় কে! হুকুম না করলেও পাতে পড়বে পাঁঠার মাংস, গলদা চিংড়ি, পাতুরি, রসগোল্লা। তবে এসব হিসেব এখন তোলা থাক। আগে সারুন আসল কাজ।
জামাইদের জন্য
*শাশুড়ি মা তাঁর মেয়েকে আপনার পরিবারের বিরুদ্ধে কথা বলবে, আপনার পারিবারিক বিষয় নিয়ে পরামর্শ দেবে প্রথমেই কিন্তু এমনটা ভেবে নেবেন না। আজকালকোনও মা জোর করে মেয়ের সংসারে ঢুকতে চান না। আর তিনিও একজন মা, তিনি তাই আপনার পরিবার সম্বন্ধে ভুল ধারণা মেয়ের মধ্যে ঢুকিয়ে দেবেন এরকমটা একেবারেই নয়।
*শাশুড়ির সঙ্গে বন্ধুর মতো মিশুন। মজা করে কথা বলুন। কখনই খুব গুরু গম্ভীর থাকবেন না।
*শাশুড়ির সঙ্গে এমন ব্যবহারও করবেন না যাতে তিনি নিজেকে বহিরাগত মনে করেন। অধিক দূরত্বও নয় আবার খুব বেশি মাখোমাখো নয়। ভালোবাসা, শ্রদ্ধার সম্পর্ক বজায় রাখুন।
*মা-মেয়ের সম্পর্কে জোর করে ঢুকতে যাবেন না। কারণ এই বন্ধন চিরকালীন। আর মেয়ের বিরুদ্ধে মায়ের কাছে বেফাঁস কোনও মন্তব্য করলে পরে কিন্তু আপনাকেই ভুগতে হবে।
শাশুড়ির জন্য
*এমন কোনও কথা বলবেন না কিংবা আচরণ করবেন না যাতে মেয়ে-জামাইয়ের মধ্যে কোনও সমস্যা হয়।
*জামাইয়ের পরিবার সম্বন্ধে কোনও বাঁকা মন্তব্য করবেন না।
*জামাই আপনার ছেলেই, কাজে সেই ভাবেই মিশুন। দূরত্ব বাড়াবেন না।
*অযথা তাঁকে কোনও পরামর্শ দিতে যাবেন না। যদি না তিনি আপনাকে কিছু জিগ্গেস করেন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-02 17:31:33
Source link
Leave a Reply