হাইলাইটস
- সমীক্ষা অনুযায়ী ৪৬ শতাংশ মহিলারা সন্তান ধারণের আগে কুকুর পুষে ছিলেন।
- ৪২ শতাংশ মহিলাদের মতে পেট-পেরেন্টিং তাঁদের পেরেন্টিং স্কিলকে উন্নত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে।
৫০০ জন মহিলাদের ওপর এই সমীক্ষা চালানো হয়। ওই ৫০০ জন মহিলারই পোষা কুকুর রয়েছে। একটি অনলাইন ডগ ওয়াকার অ্যান্ড সিটার কোম্পানির তরফে এই সমীক্ষা চালানো হয়। জানা গিয়েছে, সন্তান ধারণের আগে প্রায় অর্ধেক dog mom-রা নিজের বাড়িতে পোষা কুকুর রেখেছিলেন।
সমীক্ষা অনুযায়ী ৪৬ শতাংশ মহিলারা সন্তান ধারণের আগে কুকুর পুষে ছিলেন। আবার ৪২ শতাংশ মহিলাদের মতে, কুকুর পোষা বা এই পেট-পেরেন্টিং তাঁদের পেরেন্টিং স্কিলকে উন্নত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। পেট পেরেন্টিংয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাঁরা নিজের সন্তানের লালন পালনে অধিক স্বচ্ছন্দ বোধ করছেন। বাকি ২৩ শতাংশ মহিলারাও এমনই করার ইচ্ছা প্রকাশ করেছেন।
মে মাসের দ্বিতীয় শনিবার পালিত হয় dog mom’s day। এ সময়েই এই সমীক্ষা চালানো হয়েছিল। করোনা অতিমারীর সময়কালে প্রায় ৫৪ শতাংশ মহিলা প্রথম বার dog mom’s day পালন করেন। আবার ৫৭ শতাংশ মহিলারা জানান, গতবছরই তাঁদের সাধের কুকুরকে নিজের পরিবারের অংশ করেছিলেন তাঁরা।
পাশাপাশি এই সমীক্ষায় এ-ও জানা গিয়েছে, করোনার কারণে কোয়ারেন্টাইনের সুবাদে কুকুর ও dog mom-দের মধ্যে বন্ধন আরও দৃঢ় হয়েছে। ৭০ শতাংশ মহিলাদের মতে, পোষা কুকুরের সঙ্গে তাঁদের সম্পর্ক আগের তুলনায় আরও বেশি মজবুত হয়েছে। আবার ৭১ শতাংশ মহিলারা জানিয়েছেন, তাঁদের পরিবারের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আদুরে পোষা কুকুরটি।
তবে এর একটি খারাপ দিকও রয়েছে। সমীক্ষায় অংশগ্রহণকারী ৪৮ শতাংশ মহিলাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে, অতিমারীর কারণে তাঁরা নিজের পোষা কুকুরের সুস্থতার বিষয়ে অত্যধিক চিন্তিত হয়ে পড়েছেন।
৭৮ শতাংশ মহিলারা নিজেদের dog owner-এর পরিবর্তে dog mom বলতে বেশি পছন্দ করেন। আবার ৭৫ শতাংশের বেশি মহিলারা নিজের পোষা কুকুরকে fur babies, ছেলে বা মেয়ে, কিড, চাইল্ড, বেবি-র মতো আদুরে নামে ডেকে থাকেন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-06-02 13:16:45
Source link
Leave a Reply