লন্ডন: করোনা (corona) সংক্রমণের দ্বিতীয় ঢেউ ভারতের (India) জনসংখ্যার ওপর বিপুল প্রভাব বিস্তার করেছে। ভারতের জনসংখ্যার বেশিরভাগ মানুষই ভ্যাকসিন (vaccine) নেওয়ার জন্য উপযুক্ত। কিন্তু করোনা ভ্যাকসিনের অপ্রতুলতা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সমস্যার সৃষ্টি করছে। চেষ্টা করেও মিলছে না ভ্যাকসিন। কিন্তু যারা ইতিমধ্যেই ভ্যাকসিন পেয়ে গিয়েছেন, তাদের সব রকমের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে ভ্যাকসিন নেওয়ার পরও কোভিড ১৯ ভাইরাসের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা মনে করেন যে ভ্যাকসিন নেওয়ার পর করোনা সংক্রমণ হলে, সাধারণ উপসর্গগুলোর তুলনায় এই ক্ষেত্রে উপসর্গগুলো আলাদা হতে পারে।
করোনা ভাইরাস থেকে নিরাপত্তা দেয় ভ্যাকসিন। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকলে বা আপনার স্বাস্থ্য ভালো থাকলেও এই রোগের সংক্রমণ দেখা দিতে পারে। তাই যখনই সুযোগ পাওয়া যাবে, তখনই ভ্যাকসিন (vaccine) নিয়ে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। ভাইরাসের প্রকোপ থেকে মুক্তি পেতে ভ্যাকসিন একমাত্র উপায় হলেও, এমনটা মনে করা কখনই উচিত নয় যে ভ্যাকসিন নিলেই করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। কিংস কলেজ লন্ডন (Kings College London) দ্বারা একটি গবেষণায় (Research) পাওয়া গেছে যে ভ্যাকসিন নেওয়ার পর ও সংক্রমণের সম্ভাবনা থাকে । কিন্তু সেই সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। গবেষণা অনুযায়ী করোনা ভ্যাকসিন নেওয়ার পর সংক্রমণ হলে মূলত চার ধরনের উপসর্গ দেখা যায়, যা সাধারণ করোনা উপসর্গ গুলোর থেকে আলাদা হতে পারে।
এই গবেষণা অনুযায়ী শ্বাস প্রশ্বাসের অভাব ভ্যাকসিন নেওয়া মানুষদের একটি প্রধান উপসর্গ (symptoms)। এছাড়াও কানে ব্যথা, গ্ল্যান্ড ফুলে যাওয়া, বুকে কফ জমে যাওয়া ও ভ্যাকসিন নেওয়া ব্যাক্তিদের করোনা সংক্রমণের নতুন উপসর্গ। এই গবেষণা অনুযায়ী মহিলা, ষাট বছর বয়সী ব্যক্তিদের যাঁদের পূর্বে ফুসফুস ঘটিত রোগ বা অ্যাজমার সমস্যা ছিল, তাদের ভ্যাকসিন নেওয়ার পর করোনা সংক্রমণের সম্ভাবনা সব থেকে বেশি। যে সমস্ত ব্যক্তিদের দেহের ওজন বেশি তাদের ক্ষেত্রেও ভ্যাকসিন নেওয়ার পর সংক্রমণের সম্ভাবনা বেশি।
লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!
‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.
শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-06-01 19:32:44
Source link
Leave a Reply