হাইলাইটস
- করোনা সংক্রমণে (Coronavirus) জেরবার গোটা বিশ্ব। চিনের উহান থেকে প্রথম ছড়ায় এই ভাইরাস।
- এখনও তার প্রকোপ চলছে গোটা দেশে। এরই মধ্যে চিনে বার্ড ফ্লুর H10N3 স্ট্রেনের হদিশ মিলল মানব শরীরে।
- যা মানব শরীরে প্রথম। মঙ্গলবার চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন(NHC) এই খবর প্রকাশ করেছে।
চিনের পূর্ব জিয়াংসু প্রদেশ থেকে বার্ড ফ্লুর একটি নির্দিষ্ট স্ট্রেইন থেকে মানুষের সংক্রমণের খবর মিলেছে। করোনার সূত্র যখন খুঁজে পেতে ব্যস্ত গোটা দুনিয়া,তখনই বার্ড ফ্লু (Bird Flu) ঘিরে নয়া আতঙ্ক সেই চিন থেকেই। চিনের জিয়াংশু প্রভিন্সে প্রথম দেখা গেল বার্ড ফ্লুতে সংক্রমিত কোনও মানুষ (H10N3 Strain)। এর জেরে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন (Nationa Health Commission) জারি করেছে নতুন অ্যাডভাইসারি।
সূত্রের খবর, হেঞ্জিয়াং শহরের বাসিন্দা ৪১ বছরের এক ব্যক্তি আক্রান্ত হন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। ওই ব্যক্তির সংস্পর্শে যাঁরা ছিলেন, তাঁদের মধ্যেও কোনও সমস্যা দেখা দেয়নি। তবে এই সংক্রমণ ছড়িয়ে পড়া বা মহামারির আকার নেওয়ার কোনও সম্ভাবনা নেই বলে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।
NHC জানিয়েছে, এর আগে বিশ্বে H10N3 স্ট্রেইন থেকে মানুষের সংক্রমণের কোনও ঘটনার রেকর্ড নেই। এটিই প্রথম। চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন(CDC) গত সপ্তাহে রোগীর কাছ থেকে রক্তের নমুনা সংগ্রহ করে। তাতে জিনোম সিকোয়েন্সিং করা হয়। তারপরেই সেটির স্ট্রেইনের বিষয়ে জানা যায়। স্থানীয় কর্তৃপক্ষ আক্রান্ত ব্যক্তিকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন।
চিনের সরকারি বিশেষজ্ঞরা স্থানীয়দের অসুস্থ বা মৃত হাঁস-মুরগির সংস্পর্শ এড়াতে নির্দেশ দিয়েছেন। এছাড়া পাখির থেকেও দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে মাস্ক পরার নির্দেশও দেওয়া হয়েছে। এর পাশাপাশি জ্বর এবং শ্বাসকষ্টের ক্ষেত্রে দ্রুত পরীক্ষা করানো উচিত, পরামর্শ এনএইচসি-র। এর আগে ২০১৬-১৭ সালে H7N9 স্ট্রেনে আক্রান্ত হয়ে প্রায় ৩০০ মানুষ মারা গিয়েছিলেন। তার পর থেকে অবশ্য মানব শরীরে আর সে অর্থে বার্ড ফ্লুর সংক্রমণের খবর পাওয়া যায়নি। চিনের উহান ভাইরোলজি ল্যাব থেকে করোনার জন্ম নিয়ে বিতর্ক চলছে। এই পরিস্থিতিতে বার্ড ফ্লু ঘিরে নয়া আতঙ্ক চিনেই। এবার সেই দেশেরই জিয়াংসু নতুন করে বার্ড ফ্লুয়ের স্ট্রেইন মিলতেই বিতর্ক দানা বাঁধছে।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-06-01 16:54:25
Source link
Leave a Reply