হাইলাইটস
- আরও একটি নতুন করোনার ভ্যারিয়েন্টের (New Covid Variant) হদিশ মিলল। এবার ভিয়েতনাম।
- বিশেষজ্ঞদের দাবি, নতুন এই ভ্যারিয়েন্টটি আরও বেশি মাত্রায় সংক্রমণের ক্ষমতা রাখে।
- সেই সঙ্গে বাতাসে ছড়িয়ে পড়ছে ভাইরাসের এই ভ্যারিয়েন্টটি (New Covid Variant)।
- এর ফলে সম্প্রতি ভিয়েতনামে প্রচুর সংখ্যক মানুষ করোনায় (Covid) আক্রান্ত হয়েছেন।
দিকে-দিকে করোনার (Covid) নানা রূপ ছড়িয়ে পড়ছে, এখনও করোনা (Covid) মুক্তির পথ খুঁজে পায়নি পৃথিবী। এই পরিস্থিতিতে ভিয়েতনামে করোনাভাইরাসের একটি নতুন রূপের (Vietnam Variants) খোঁজ মিলল। ভিয়েতনাম কর্তৃপক্ষের দাবি, এই ভ্যারিয়েন্ট ভারত ব্রিটেনের ভ্যারিয়েন্টের একটি সংমিশ্রণ। সবচেয়ে আশঙ্কার বিষয় হল, এই ভ্যারিয়েন্টটি বাতাসে দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
কতটা বিপজ্জনক এই নয়া ভ্যারিয়েন্ট?
ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী নুয়েন থান জানান, ‘নতুন এই কোভিডের ভাইরাস ভ্যারিয়েন্টটি গলায় লালারসের মধ্যে আটকে থাকে ও খুব তাড়াতাড়ি তা বাতাসে ছড়িয়ে পড়ে। আশেপাশের পরিবেশে ভেসে বেড়াতে পারে। আশেপাশের এলাকায় যদি কেউ থাকেন, তাঁদের সংক্রমিত করতে পারে। এখনও পর্যন্ত কতজন এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন, সেই বিষয়টি অবশ্য স্পষ্ট নয়। তবে খুব তাড়াতাড়ি এই বিষয়ে সরকারিভাবে তথ্য পেশ করা হবে’। ২০২০-র জানুয়ারি মাসে প্রথম করোনাভাইরাস (Coronavirus) শনাক্ত হয়েছিল। তারপর থেকে এই মারণ ভাইরাসের বহু রূপান্তর ঘটেছে গেছে। এবার ভারত ও ব্রিটেনে পাওয়া কোভিড (Covid) ভ্যারিয়েন্টের সংমিশ্রণে একটি নতুন কোভিড-১৯ (Covid-19) ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেল ভিয়েতনামে।
তবে এখনও পর্যন্ত কোভিডের নতুন কোন ভ্যারিয়েন্টের কারণে সংক্রমিতদের গুরুতর শারীরিক সমস্যা দেয়া দিয়েছে, এমন কোন প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু এরই মধ্যে একের পর এক নতুন ভ্যারিয়েন্টের খোঁজ বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
আর সেই তালিকায় নতুন সংযোজন ভিয়েতনামের ভ্যারিয়েন্ট (Vietnam coronavirus variant)। সাম্প্রতিক সময়ে ভিয়েতনামে কোভিড ১৯ সংক্রমণ মারাত্মক বেড়েছে। এখনও পর্যন্ত ভিয়েতনামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৭০০ মানুষ। কিন্তু এর মধ্যে অর্ধেকের বেশি রোগী শনাক্ত হয়েছেন চলতি বছরের এপ্রিলের পরে।
নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তেই ভিয়েতনাম প্রশাসন সতর্ক হয়ে গিয়েছে। মানুষের গতিবিধির ওপর রাশ টানতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ক্যাফে, রেস্তোরাঁ, হেয়ার স্যাঁলো, ম্যাসেজ পার্লার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিয়েতনামের (Vietnam coronavirus variant) পাশাপাশি থাইল্যান্ডে আরকটি নতুন করোনার স্ট্রেন পাওয়া গিয়েছে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-31 11:28:02
Source link
Leave a Reply