হাইলাইটস
- গত বছর 9638টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।
- জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চালু করা হয়েছিল।
- এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে কোনও একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক হওয়া আবশ্যক।
প্রথা অনুযায়ী পরীক্ষার অন্তত দু’মাস আগে এই বিজ্ঞপ্তি জারি করে IBPS। আগামী অগাস্টের 1, 7, 8, 14, 21 তারিখ অনলাইন মাধ্যমে PO ও ক্লার্ক পদের জন্য IBPS RRB (Prelims) পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এই Prelims পরীক্ষায় যে সকল পরীক্ষার্থীরা উত্তীর্ণ হবেন, তাঁরা Mains পরীক্ষায় বসার সুযোগ পাবেন। PO পদের Mains পরীক্ষা আগামী 25 সেপ্টেম্বর ও ক্লার্ক পদের Mains পরীক্ষা আগামী 3 অক্টোবর 2021-এ হওয়ার কথা রয়েছে। এছাড়া II ও III পদের জন্য একবারেই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাটি নেওয়া হবে 25 সেপ্টেম্বর 2021।
যে সকল প্রার্থীরা এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাঁদের দেশের বিভিন্ন গ্রামীণ ব্যাঙ্কে নিয়োগ করা হবে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এই পরীক্ষার জন্য নিজেদের রেজিস্ট্রেশন করাতে পারবেন। Prelims ও Mains দুটি পরীক্ষার জন্য আলাদা আলাদা ফর্ম ভরতে হবে না প্রার্থীদের। একবার রেজিস্ট্রেশন করলেই হবে।
গত বছর 9638টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চালু করা হয়েছিল। এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে কোনও একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক হওয়া আবশ্যক।
বয়সের ঊর্ধ্বসীমা
- Office Assistant (Multipurpose) – আবেদনকারী প্রার্থীদের বয়স 18 থেকে 28-এর মধ্যে থাকা আবশ্যক।
- Officer Scale- III (Senior Manager) – আবেদনকারী প্রার্থীদের বয়স 21-এর বেশি ও 40-এর কম থাকা আবশ্যক।
- Officer Scale- II (Manager)- আবেদনকারী প্রার্থীদের বয়স 21-এর বেশি ও 32-এর কম থাকা আবশ্যক।
- Officer Scale- I (Assistant Manager) – আবেদনকারী প্রার্থীদের বয়স 21-এর বেশি ও 30-এর কম থাকা আবশ্যক।
PO পদের জন্য Prelims ও Mains পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। এরপর প্রভিশনাল অ্যালটমেন্ট দেওয়া হবে প্রার্থীদের।
Officer Scale- II ও III ক্ষেত্রে প্রথমে পরীক্ষা পরে ইন্টারভিউর জন্য ডাকা হবে প্রার্থীদের।
Office Assistant (Multipurpose)- এই সকল প্রার্থীদের শুধুমাত্র Prelims ও Mains পরীক্ষায় পাশ করলেই চলবে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-29 16:06:19
Source link
Leave a Reply