কলকাতা: বিভিন্ন সংবাদ মাধ্যমে (media) প্রকাশিত খবর অনুযায়ী প্রায় প্রত্যেক দিন ব্ল্যাক ফাংগাস (Black Fungus) রোগে আক্রান্তের (infected) সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা করোনা (Corona) প্যানডেমিকের মধ্যে একেও একটি প্যানডেমিক (Pandemic) হিসেবে মনে করছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বক্তব্য অনুযায়ী যে সমস্ত ব্যক্তিরা করোনা থেকে সেরে উঠছেন বা উঠেছেন তাদের মধ্যেই দেখা যাচ্ছে এই সংক্রমণ।
এখনো অবধি প্রায় ১১,০০০ এর ও বেশি ব্ল্যাক ফাঙ্গাস (Black fungus) ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। এই ভাইরাসের সব থেকে বেশি প্রভাব পড়েছে মহারাষ্ট্র ও গুজরাটে। গুজরাটে (Gujrat) ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। এর মধ্যেই ভদোদরাতে ৮ টি নতুন ফাঙ্গাল ইনফেকশন (fungal infection) অ্যাস্পারগিলোসিসে (Aspergillosis) আক্রান্ত হওয়ার খবর ইতিমধ্যেই উদ্বেগ বাড়িয়েছে। ব্ল্যাক ফাঙ্গাসের মত অ্যাস্পারগিলোসিস সংক্রমণও কোভিড (Covid) থেকে সদ্য সেরে ওঠা রোগীর মধ্যে দেখা দিয়েছে। বৃহস্পতিবার ভদোদরাতে (Vododara) ২৬২ জনের ব্ল্যাক ফাঙ্গাস আর ৮ জনের অ্যাস্পারগিলোসিস সংক্রমণের তথ্য সামনে এসেছে।
অ্যাস্পারগিলোসিস সংক্রমণ কি?
পালমোনারি অ্যাস্পারগিলোসিস (Pulmonary aspergillosis) সংক্রমণ কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে দেখা যায়। যদিও সাইনাস পালমোনারি অ্যাস্পারগিলোসিস যা এখন করোনা থেকে সেরে ওঠা রোগীদের মধ্যে দেখা যাচ্ছে, সেটা খুবই বিরল। অ্যাস্পারগিলোসিস, ব্ল্যাক ফাঙ্গাসের মত মারাত্বক না হলেও, এই সংক্রমণের ফলেও অনেক ক্ষতি হতে পারে।
কাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি?
সেরে ওঠা সেই সব করোনা রোগীর মধ্যে এই সব ফাঙ্গাল ইনফেকশন দেখা দিচ্ছে যাঁদের করোনা চিকিৎসায় বেশি মাত্রায় স্টেরয়েড (Steroid) ব্যবহার করা হয়েছে বা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে আপোস করা হয়েছে। অক্সিজেন সাপ্লাইকে হাইড্রেট করার জন্য নন স্টেরিল জল ব্যবহার করার ফলেই মূলত এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয় এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। করোনা চিকিৎসায় স্টেরয়েড ব্যবহার ব্ল্যাক ফাঙ্গাস রোগের অন্যতম প্রধান কারণ। তাই চিকিৎসকদের স্টেরয়েড ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করা হয়েছে।
অ্যাস্পারগিলোসিস কি?
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (Center for disease control and prevention) এর মতে অ্যাস্পারগিলোসিস, অ্যাস্পারগিলস থেকে হয়। কম রোগ প্রতিরোধ ক্ষমতা বা ফুসফুসের রোগ থাকলে এই ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে।
লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!
‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.
শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-28 21:20:52
Source link
Leave a Reply