হাইলাইটস
- দেশে করোনাভাইরাস (Coronavirus) সংক্রমণের গ্রাফ ধীরে ধীরে নিম্নমুখী হলেও, মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ রয়েছেই।
- আবার এই দুশ্চিন্তার মাঝেই আরও চিন্তা বাড়াচ্ছে নানান ধরনের ফাঙ্গাসের সংক্রমণ।
- কালো-সাদা-হলুদের পর এখন নতুন সংক্রমণ দেখা গিয়েছে।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (Center for Disease Control and Prevention) থেকে জানানো হয়েছে, অ্যাস্পারগিলাস থেকে সৃষ্ট এই ছত্রাকের নাম অ্যাস্পাগিলোসিস। এগুলি বাড়ির ভিতরে ও বাইরে এই ছত্রাক বসবাস করে। আর তা থেকে শরীরের মধ্যে প্রবেশ করে শ্বাসকষ্টে ভোগেন অধিকাংশ মানুষ। যাঁদের মধ্যে ফুসফুসে সমস্যা ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা(immune system) রয়েছে, তাঁদের এই ছত্রাক সংক্রমণের আশঙ্কা সবচেযে বেশি। এই সংক্রমণ ফুসফুস-সহ শরীরের বিভিন্ন অঙ্গগুলিতে সংক্রামিত করে।
অ্যাস্পারগিলোসিস সাধারণত মিউকরমাইকোসিসের মতো অতটা মারাত্মক না হলে, সচেতনতা বৃদ্ধি না করলে এই ছত্রাক মারাত্মক আকার ধারণ করতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা।
এখনও পর্যন্ত মিউকরমাইকোসিস (Mucormycosis) সংক্রমণ বেড়ে চলেছে দেশে। এর মাঝে ভাদোদরার চিকিত্সকরা পেলেন এই ছত্রাক। নয়া ছত্রাক সংক্রমণে অসুস্থ হয়ে হাসাপাতালে চিকিত্সাধীন ৮জন।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-05-28 19:52:42
Source link
Leave a Reply