ধরুন, আপনি অফিসে খুব মনোযোগের সাথে কাজ করছেন। একগাদা ফাইল আপনার সামনে, ঠিক যেন হিমালয়ের মতো। এমন সময় কোনো কাগজ কেটে আবার লাগানোর প্রয়োজন পড়লো। এরকম অবস্থায় একটা সাধারণ কাঁচি আর আঠা যে কত গুরুত্বপূর্ণ সেটা বোঝা যায় ঠিক সময় হাতের কাছে না পেলে। অফিসে ঠিকমতো কাজকর্ম করতে এসব ছোটখাটো পণ্য হাতের কাছে রাখা খুব জরুরি। প্রয়োজনীয় এসব পণ্যের অধিকাংশই স্টেশনারী সামগ্রী। নিত্যপ্রয়োজনীয় স্টেশনারী পণ্য ছাড়াও বর্তমানে আধুনিক বিভিন্ন স্টেশনারী সামগ্রী ব্যবহৃত হয়। যেমন পেনড্রাইভ, সিডি, ডিজিটাল ডায়েরি ইত্যাদি পণ্য আজকাল স্টেশনারী সামগ্রী হিসেবেই বিবেচিত হয়। এছাড়া অন্যান্য নিত্যব্যবহার্য স্টেশনারি সামগ্রীর মধ্যে আছে স্ট্যাপলার, পাঞ্চিং মেশিন, পিন রিমুভার, স্কচটেপ, বোথ সাইড স্কচটেপ, স্কেল, কাটার নাইফ, ফাইল, ফাইল হোল্ডার, কার্ড হোল্ডার, কাঁচি, পেপার ওয়েট, িপ প্যাড, ক্যালকুলেটর, ক্লিপ, পেনস্ট্যান্ড, সিল, স্ট্যাম্প প্যাড ইত্যাদি।
মোটমুটি ভাল ধরনের পেন ড্রাইভ পাওয়া যায় স্টেশনারীর দোকানগুলোতে। ৫১২ মেগাবাইট থেকে শুরু করে ৮ গিগাবাইট পর্যন্ত পেনড্রাইভ পাওয়া যায় এখন। দাম পড়বে ৬০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত। খোলা সিডির দাম ১৫ থেকে ২০ টাকা, বক্স সিডির দাম ২৫ থেকে ৪০ টাকা পর্যন্ত, ডিজিটাল ডায়েরি পাওয়া যাবে ৫০০ থেকে ৩৫০০ টাকার মধ্যে। অন্যান্য পণ্য সামগ্রীর দাম স্ট্যাপলার ৪০ থেকে ৩০০ টাকা, পাঞ্চিং মেশিন ৫০ থেকে ১৫০ টাকা, স্কেল ৮ থেকে ২৫ টাকা, কাটার নাইফ ২০ থেকে ৮০ টাকা, কার্ড হোল্ডার ৩০ থেকে ৫০০ টাকা, পেন্সিল হোল্ডার ৫০ থেকে ৫০০ টাকা, পেপার ওয়েট ২০ টাকা থেকে ১৫০ টাকা, কলমদানি ৫০ টাকা থেকে ৩০০ টাকা, ফাইল ৫ টাকা থেকে ৫০ টাকা, স্ট্যাম্পপ্যাড ৪০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যাবে। এখন থেকে হাতের কাছে রাখুন আপনার প্রয়োজনীয় সামগ্রী।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক, ডিসেম্বর ১৫, ২০০৯
Leave a Reply