হাইলাইটস
- জন্মসূত্রে বাংলাদেশের বাসিন্দা হলেও কর্মসূত্রে বহু বছর ধরেই তিনি অস্ট্রেলিয়ার বাসিন্দা।
- কিশোয়ার ( Kishwar Chowdhury) রান্না করতে ভালোবাসেন।
- সেই সঙ্গে খাওয়াতেও
কিশোয়ার তাঁর ইন্সটাগ্রামে লেখেন, ‘আজকের পরীক্ষায় আমি বাংলার স্ট্রিট ফুডের পসরা সাজিয়েছিলাম। কিন্তু সঙ্গে একটা ট্যুইস্ট রেখেছিলাম। এদিন আমার মূল উপকারণ ছিল আলু। আলু দিয়ে ফুচকা, সিঙ্গারা আর চটপটা (চুরমুর) বানিয়েছিলাম’। কিশোয়ার আলুর সঙ্গে টক, ঝাল মশলার ট্যুইস্ট দিয়েছিলেন। তাতেই তিনি মন জিতে নিয়েছেন বিচারকদের।
কিশোয়ার তাঁর অন্য একটি পোস্টে লেখেন, বাঙালি স্ট্রিট ফুড তাঁর বরাবরই খুব পছন্দের। সে কলকাতা হোক বা ঢাকা। আর এই খাবারের টানেই প্রতি বছর ঢাকায় আসেন। তিনি এখন কলকাতা আর ঢাকা খুব মিস করেন। তবে যেদিনই আসবেন সেদিনই মন ভরে কলকাতার স্ট্রিট ফুড খাবেন।
তবে গ্লোবাল প্ল্যাটফর্মকে বাংলা খাবারকে তুলে ধরার এই প্রচেষ্টা তিনি চালিয়ে যাবেন। আর তাই তো কখনও কষা মাংস আর রুটি, চিংড়ি ভর্তা, মাছ ভাজা, মাছের ঝোল এসবই বানিয়েছেন Australia Masterchef-এ। আর এই সাধারণ বাঙালি খাবারেই বিচারকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-26 22:09:51
Source link
Leave a Reply