হাইলাইটস
- প্রতিটা মানুষ তাঁর নিজের মতো করে আলাদা।
- প্রত্যেকের পছন্দ, ভাবনা এক একরকম।
- আর যখন আমরা কোনও মানুষকে ভালোবাসি
- তখন তাঁর সবটা নিয়েই আমরা ভালোবাসি
নিজেকে পরিবর্তন নয়
সঙ্গী চাইছে বলেই যে আপনি নিজেকে পরিবর্তন করে ফেলবেন এটা একেবারেই নয়। প্রতিটা মানুষ তাঁর নিজের মতো করে আলাদা। প্রত্যেকের পছন্দ, ভাবনা এক একরকম। আর যখন আমরা কোনও মানুষকে ভালোবাসি তখন তাঁর সবটা নিয়েই আমরা ভালোবাসি। আলাদা করে তাঁর কোনও সত্ত্বা তাই পরিবর্তন করার প্রয়োজন নেই।
বাহ্যিক রূপের পরিবর্তন নয়
কারোর মন পেতে নিজের চেহারা পরিবর্তন নয়। কারণ মনের সৌন্দর্যটাই হল আসল। বাইরে থেকে যতই আমরা দেখনদারি করি না কেন। কোনও পুরুষ যদি সত্যিকারের প্রেমে পড়েন তাহলে তিনি মোটেও দেখতে চাইবেন না যে তাঁর প্রেমিকা রোগা নাকি মোটা। তিনি দেখবেন মনের মিল কতটা। কিন্তু যদি প্রেমিকের সামাজিক মান রক্ষায় আপনাকে রোগা হতে হয় তাহলে এমন প্রেম এড়িয়ে যাওয়াই ভালো।
অনুমোদনের জন্য অপেক্ষা নয়
স্বামী কিংবা প্রেমিককে অনেক মেয়েই দেবতার আসনে বসিয়ে রাখেন। এমন কিছু আচরণ করেন যেন প্রেমিক না বললে তাঁরা সেই কাজটিই করতেন না। তবে সব মেয়েকে এই দলে ফেলবেন না। আর মেয়েদের বলছি, প্রেমিক আপনার অভিভাবক নয়। প্রেম যখন করছেন তখন নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ারও ক্ষমতা রয়েছে। অতএব এসব অজুহাত ভুলে যান।
পরিকল্পনায় পরিবর্তন নয়
ধরা যাক প্রেমিকের জন্য আগে থেকেই কোনও পরিকল্পনা করে রেখেছিলেন। কিন্তু তিনি নির্দিষ্ট দিনে এমন একটি কথা বললেন যাতে আপনার মনে হল রেগে গিয়ে প্ল্যান বাতিল হোক। কিংবা প্রেমিক নিজের প্রয়োজনে আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। এদিকে সেদিন আপনার কাজ অনেক গুরুত্বের। এসব ক্ষেত্রে অবশ্যই প্রাধান্য দিন নিজেকে। বাকি সব সেকেন্ডারি।
কথায় কথায় আপোস নয়
দিনের পর দিন নিজে খেটে কষ্ট করে পড়াশোনা করেছেন। নিজের কেরিয়ার তৈরি করেছেন। আপনার জীবনের কিছু লক্ষ্য আছে। কিছু স্বপ্ন আছে। শুধুমাত্র প্রেমিকের কথা ভেবে তা জলাঞ্জলি দেবেন না। সম্পর্কে আপোস দুজনকেই করতে হয়। কোনও একজনকে নয়। অতঅব নিজের লক্ষ্যে ঠিক থাকুন। স্বপ্নপূরণের দিকে এগিয়ে চলুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-26 15:48:31
Source link
Leave a Reply