হাইলাইটস
- যোগ্য প্রার্থীরা আগামী 31 মে সকাল 11টার সময় ইন্টারভিউর জন্য নিজেদের সব নথিপত্র ও সেগুলির ফটোকপি সমেত উপস্থিত থাকবেন।
- যোগ্য প্রার্থীদের হাওড়া জেলা বিভিন্ন Covid-19 হাসপাতালে নিয়োগ করা হবে।
- Covid-19 পরিস্থিতির কারণে বাড়তে থাকা রোগীর চাপ সামলাতে আগামী দুই মাসের জন্য এই নিয়োগ করা হবে।
আসুন এবার দেখে নেওয়া যাক এই পদগুলিতে আবেদন করতে গেলে প্রার্থীদের কী কী যোগ্যতা প্রয়োজন।
পদের নাম ও শূন্য পদের সংখ্যা
- MT(CC)- শূন্য পদের সংখ্যা 18
- MT(OT)- শূন্য পদের সংখ্যা 19
- ল্যাবরেটরি টেকনিশিয়ান:- 02
- স্টাফ নার্স:- শূন্য পদের সংখ্যা 291
শিক্ষাগত যোগ্যতা
MT(CC)/MT(OT)/Laboratory Technician:- এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে ভৌত বিজ্ঞান, রসায়ন ও জীবন বিজ্ঞান নিয়ে অন্তত উচ্চমাধ্যমিক পরীক্ষা পাশ করে থাকতে হবে। এরপর অন্তত 2 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে মেডিকাল টেকনোলজির উপর।
স্টাফ নার্স:- এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে অন্তত উচ্চমাধ্যমিক ও তাঁর সঙ্গে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে GNM/B.Sc (Nursing) অবশ্যই পাশ করে থাকতে হবে।
বেতন
সবক’টি পদের জন্যই 17,220/- টাকা বেতন ধার্য করা হয়েছে।
ইন্টারভিউ
যোগ্য প্রার্থীরা আগামী 31 মে সকাল 11টার সময় ইন্টারভিউর জন্য নিজেদের সব নথিপত্র ও সেগুলির ফটোকপি সমেত উপস্থিত থাকবেন। যোগ্য প্রার্থীদের হাওড়া জেলা বিভিন্ন Covid-19 হাসপাতালে নিয়োগ করা হবে। Covid-19 পরিস্থিতির কারণে বাড়তে থাকা রোগীর চাপ সামলাতে আগামী দুই মাসের জন্য এই নিয়োগ করা হবে।
বিস্তারিত তথ্যের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট wbhealth.gov.in-এ যোগাযোগ করতে পারেন প্রার্থীরা।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-25 20:52:59
Source link
Leave a Reply