কোটি বাঙালির হাজার ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতার রক্তিম সূর্য। স্বাধীনতার চেতনার কথা এলেই চোখের সামনে ভাসে একটি লাল-সবুজ পতাকা। এই পতাকা হলো আমাদের স্বাধীনতার প্রতীক। বিজয়ের দিনে এই পতাকা উড়িয়ে বিজয় উদ্যাপন করাটা বিজয়ের আনন্দ বাড়িয়ে দেয় বহুগুণ।
জাতীয় পতাকার মাপ
১৯৭২ সালের নিয়ম অনুযায়ী জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হবে ১০: ৬। এ অনুপাতে পতাকার মাঝে থাকা লাল বৃত্তের ব্যাসার্ধ হবে ২। পতাকার দৈর্ঘ্য যদি ১০ ফুট হয় তার বাঁ দিক থেকে সাড়ে ৪ ফুট দূরত্বে বৃত্তের কেন্দ্রের অবস্থান হবে। পতাকার প্রস্থ ৬ ফুট হলে বৃত্তের কেন্দ্র হবে মাঝামাঝি অবস্থানে অর্থাত্ ৩ ফুট দূরত্বে। উদাহরণস্বরূপ, পতাকার মাপ হবে ১০ x ৬ ফুট, ৫ x ৩ ফুট, ২.৫ x ১.৫ ফুট ইত্যাদি। যেখানে যেমন পতাকা প্রযোজ্য সেখানে তেমন মাপে বানাতে পারেন জাতীয় পতাকাটি।
কোথায় পাবেন, দাম কত
জাতীয় পতাকা চাইলে প্রয়োজন অনুযায়ী ফরমায়েশ দিয়ে তৈরি করে নিতে পারেন। এ ছাড়া তৈরি করা জাতীয় পতাকাও কিনতে পারেন। জাতীয় পতাকা বছরজুড়ে রাজধানীর বিভিন্ন স্থান—যেমন শাহবাগ, গুলিস্তান, শহীদ মিনার, বাংলা একাডেমীর সামনে, দোয়েল চত্বর, মিরপুর প্রভৃতি স্থানে ভ্রাম্যমাণ দোকানদারেরা বিক্রি করেন। লম্বা বাঁশে বাঁধা বিভিন্ন মাপের পতাকা পাওয়া যাবে সেখানে। এসব পতাকার দাম নির্ভর করবে আয়তনের ওপর। যেমন ছয় ফুট পতাকার দাম পড়বে ১০০ টাকা, পাঁচ ফুট ৮০-৮৫ টাকা, সাড়ে তিন ফুট ৬০-৬৫ টাকা, আড়াই ফুট ৪০ টাকা, দেড় ফুট ২৫ টাকা, এক ফুট ২০ টাকা, আধা ফুট ১৫ টাকা। এ ছাড়া সবচেয়ে ছোট আকারের পতাকা পাওয়া যাবে ১০ থেকে ১৫ টাকার মধ্যে। কাগজের তৈরি ছোট পতাকা প্রতি ১০০টির দাম পড়বে ১০ টাকা। কিছুটা বেশি পরিমাণ কিনতে হলে চলে যেতে পারেন সদরঘাট হকার্স মার্কেট, গাউছিয়া মার্কেট, মৌচাক মার্কেট, কারওয়ান বাজারসহ বিভিন্ন দর্জির দোকানে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৭২ সালে প্রণীত (২০০৫ সালের জুলাই মাসে সংশোধিত) জাতীয় পতাকা ওড়ানোর সাধারণ নিয়মগুলো হলো:
যানবাহন ছাড়া যেকোনো জায়গায় পতাকা ওড়াতে হবে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। তবে বিশেষ বিশেষ অনুষ্ঠানের সময় রাতের বেলায়ও পতাকা ওড়ানো যেতে পারে।
মোটরযানে পতাকা ওড়ানোর ক্ষেত্রে এর সামনে থাকা দণ্ডায়মান রেডিয়েটর ক্যাপে বেঁধে পতাকা ওড়াতে হবে।
পতাকায় কোনো চিহ্ন বা দাগ দেওয়া যাবে না, এমনকি কোনো বিশেষ অনুষ্ঠানের ক্ষেত্রেও এটি করা যাবে না।
নিয়মবহির্ভূতভাবে পতাকার ব্যবহার করা যাবে না, এর কোনো নিয়ম পরিবর্তন করা যাবে না। স্থানভেদে এর ব্যবহারে পরিবর্তন আসবে।
পতাকা ব্যবহারের ক্ষেত্রে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর জন্য সরকার কর্তৃক নির্দেশিত কিছু নিয়মনীতি রয়েছে। তারা সে অনুযায়ী এটি ব্যবহার করবে।
মোছাব্বের রিবন
সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ১৫, ২০০৯
Leave a Reply