হাইলাইটস
- ইতিমধ্যে একাধিক রাজ্যে মহামারির আকার ধারণ করেছে ব্ল্যাক ফাঙ্গাস।
- রাজ্যে যাতে এই রোগের সংক্রমণের বিষয়ে প্রথম থেকেই কড়া নজর রাখা যায়, সেই কারণে স্বাস্থ্য দফতরে নির্দেশিকা জারি করা হয়েছে।
- করোনার মধ্যে নতুন করে থাবা বসাচ্ছে কালো ফাঙ্গাস (Black Fungus) বা মিউকোরোমাইকোসিস।
- সম্প্রতি কয়েকজন কোভিড (Covid) রোগীরা এই ফাঙ্গাল ইনফেকশনে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
সামান্য ত্বকের সমস্যা থেকে শুরু হলেও এই সংক্রমণ ছড়াতে পারে ফুসফুস এবং মস্তিষ্কে।
ব্ল্যাক ফাংগাস (Black Fungus) কী?
চিকিৎসকরা জানাচ্ছেন, মিউকোরমাইসেটেস নামে এক ছত্রাক থেকে এই ইনফেকশন হয়। তবে, কোভিড (Covid) আক্রান্তদের উপর এর প্রভাব পড়ে গুরুতর। শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় ধুলোবালির সঙ্গে মানবদেহে ঢুকতে পারে এই ছত্রাক। তবে, এই ছত্রাক ছোঁয়াচে নয়। এক জনের থেকে অন্য জনের মধ্যে সংক্রমিত হয় না। সরকারের তরফ থেকে এই রোগ নিয়ে সচেতনতা বাড়াতে নির্দেশিকা দেওয়া হয়েছে।
ICMR-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, এই লক্ষণগুলি (black fungus symptoms) দেখলে সতর্ক হতে হবে
* জ্বর
* মাথা ব্যথা
* কাশি
* নিঃশ্বাসের সমস্যা
* রক্তবমি
* মানসিক অবস্থার পরিবর্তন
* নাক বন্ধ হয়ে আসা, নাক থেকে চাপা রক্তের মতো বা কালো পুঁজ বেরনো চোয়ালে ব্যথা, মুখের এক দিকে ব্যথা, অবস হয়ে যাওয়া বা ফুলে যাওয়া।
অসাড় মুখ, নাকের একদিক বন্ধ, চোখে ফোলা বা ব্যথা। কাশি, জ্বর, মাথা যন্ত্রণার মতো উপসর্গও দেখা দিতে হবে।
* প্রাথমিকভাবে ত্বকের যেখানে আঘাত আছে, সেখানে সংক্রমণ হতে পারে। তারপর তা দ্রুত শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে যেতে পারে।
* গায়ে ফোসকা, ত্বকে লালভাব-ফোলাভাবের মতো উপসর্গ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
* দাঁতে ব্যথা বা দাঁত আলগা হয়ে আসা।
* দৃষ্টি ঝাপসা হয়ে আসা, বা দু’টো করে জিনিস দেখা, জ্বর, ত্বকের সমস্যা।
* বুকে ব্যথা, নিঃশ্বাসের সমস্য বেড়ে যাওয়া।
* বিশেষজ্ঞদের বক্তব্য, অসাড় মুখ, নাকের একদিক বন্ধ, চোখে ফোলা বা ব্যথার মতো উপসর্গগুলি দেখা দিলেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিন। চিকিৎসকের পরামর্শ মতো যত দ্রুত সম্ভব অ্যান্টি-ফাঙ্গাস থেরাপি শুরু করে ফেলতে হবে। এড়িয়ে যেতে হবে ধুলোর সঙ্গে সরাসরি সংস্পর্শ। মাটি বা শ্যাওলা নিযে ঘাঁটাঘাটির সময় জুতো, লম্বা প্যান্ট পরতে হবে। সাবান এবং জল দিয়ে ত্বকের আঘাত পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-05-25 12:59:07
Source link
Leave a Reply