হাইলাইটস
- করোনা আবহে দানা বাঁধছে নতুন রোগ। যা নিয়ে আতঙ্ক চড়াচ্ছে দেশে।
- যার উপসর্গগুলি নতুন করে জানতে পারছে মানুষ। কিছুটা যেন অচেনা শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের মতোই।
- করোনার মতো এবার ব্ল্যাক ফাঙ্গাসকেও (black fungus) মহামারী ঘোষণা করা হয়েছে।
- ইতিমধ্যেই মহারাষ্ট্র, রাজস্থান, বাংলা-সহ একাধিক রাজ্যে হানা দিয়েছে এই সংক্রমণ।
ব্ল্যাক ফাঙ্গাস (black fungus) তথা মিউকরমাইকোসিস ঠিক কী?
ব্ল্যাক ফাঙ্গাস (black fungus) ছত্রাকবাহিত রোগ। বিরল কিন্তু সাংঘাতিক। মিউকরমাইসিটিস ছত্রাক থেকে হয়। নাক বা মুখের মাধ্যমে শরীরে প্রবেশ করে যে ছত্রাক। দেহে গেলে একাধিক অঙ্গ-প্রত্যঙ্গের সাংঘাতিক ক্ষতি করতে পারে। বিশেষ করে চোখের। কোভিড রোগীদের মধ্যে ‘কালো ছত্রাক’ (black fungus) সংক্রমণ প্রবণতা বেড়েই চলেছে। কোভিড-১৯ (Covid 19) রোগীদের মধ্যে বিরল ব্ল্যাক ফাঙ্গাস (black fungus) রোগের মারাত্মক সংক্রমণের লক্ষণ খুঁজে বের করতে ডাক্তারদেরও নির্দেশ দেওয়া হয়েছে। ভয়ঙ্কর ভাবে ইমিউনো সাপ্রেশন না হলে ঝট করে ব্ল্যাক ফাঙ্গাস শরীর-কব্জা করবে না। শরীর অন্য কোনও কারণে দুর্বল হলে, রোগ প্রতিরোধ ক্ষমতা এক্কেবারে তলানিতে ঠেকলেই হতে পারে ব্ল্যাক ফাঙ্গাসের (black fungus) আক্রমণ। সুস্থ মানুষ রাস্তায় হাঁটছে আর তাকে ব্ল্যাক ফাঙ্গাস ধরে নিল, এটা সম্ভব নয় !
কাদের ব্ল্যাক ফাঙ্গাস (black fungus) হতে পারে?
চিকিৎসকদের মতে, কোভিড রোগীদের (Covid) মধ্যে, বিশেষত যাঁরা ডায়াবেটিস এবং ক্যানসারে ভুগছেন তাদের মধ্যে শ্লেষ্মা রোগের প্রবণতা দেখা যায়। কপাল, নাক, গাল হাড়ের পিছনে এবং চোখ এবং দাঁতের মাঝখানে সংক্রমণ হিসাবে শ্লেষ্মাজাতীয় সংক্রমণ শুরু হয়। এটি তখন চোখ, ফুসফুস এবং এমনকি মস্তিষ্কে ছড়িয়ে যায়। এটি নাকের উপরে কালো হয়ে যায় বা বিবর্ণ হয়ে যায়। এর ফলে ঝাপসা বা ডাবল দৃষ্টি, বুকের ব্যথা, শ্বাসকষ্ট এবং কাশি হয়। এই সংক্রমণের চিকিত্সার জন্য চোখের সার্জন, ইএনটি বিশেষজ্ঞ, জেনারেল সার্জন, নিউরোসার্জন এবং ডেন্টাল ম্যাক্সিলোফেসিয়াল সার্জনদের পরামর্শ নিতে হবে। অ্যান্টিফাঙ্গাল ওষুধ হিসাবে অ্যাম্ফোটেরিসিন-বি ইঞ্জেকশন ব্যবহার করা যেতে পারে চিকিৎসকের পরামর্শ মেনে।
কালো ছত্রাক (black fungus) দ্বারা সংক্রমিত হলে কোভিড রোগীদের অস্বাভাবিক কালো স্রাব বা নাক থেকে রক্তক্ষরণ হতে পারে। মাথা ব্যথা বা চোখের ব্যথা হতে পারে। চোখের চারদিকে ফোলাভাব, ডাবল দৃষ্টি, চোখের লালচে ভাব, দৃষ্টি নষ্ট হওয়া, চোখ বন্ধ হতে পারে। এর ফলে চোখ খোলার অক্ষমতা দেখা যায়। এবং মুখের অসাড়তা, চিবানো বা মুখ খোলায় অসুবিধা হয়।
কী ভাবে সতর্ক হওয়া সম্ভব?
ডায়াবিটিস ছাড়াও যাঁদের কোভিড আক্রান্ত (Covid) যাঁদের ক্যানসার, বৃক্কের রোগ কিংবা যকৃতে সমস্যা রয়েছে, তাঁদের সাবধান থাকতে হবে। শুধু করোনা চিকিৎসা চলার সময় নয়, সুস্থ হয়ে ওঠার পরেও। কারণ, করোনা (Covid) থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার পরেও বহু সময়ে নতুন করে দেখা দিচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের (black fungus) সংক্রমণ। হাসপাতাল থেকে বাড়ি ফিরে নাক-কান-গলার চিকিৎসকের পরামর্শও নেওয়া যায়।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-05-24 12:53:30
Source link
Leave a Reply