ডায়াবেটিসের সমস্যা ১
সমস্যাঃ আমার বয়স ২৮ বছর। আমার সমস্যা হলো, কিছুদিন ধরে জিভ বারবার শুকিয়ে যেত, মেরুদণ্ডে ব্যথা হতো। আমি একটু পরিশ্রম করলেই হাঁপিয়ে উঠি। চিকিৎসকের কাছে গেলে তিনি পরীক্ষা-নিরীক্ষা করতে দেন। রিপোর্ট এল, ডায়াবেটিসের প্রাথমিক পর্যায়ে রয়েছি আমি। ওষুধ ও নিয়মিত ইনসুলিন ব্যবহার করার পর রক্তের সুগার নিয়ন্ত্রণে আছে। কিন্তু আমি চোখে স্বাভাবিকভাবে দেখতে পাই না। আমি খাবার, ব্যায়াম করাসহ সব রকম নিয়ম নিয়মিত মেনে চলি। আমি খুব টেনশন করছি, কারণ আমার বাবারও ডায়াবেটিস ছিল। পরামর্শ পেলে খুব উপকৃত হব।
নাম প্রকাশে অনিচ্ছুক
বাগমারা, কুষ্টিয়া।
পরামর্শঃ ডায়াবেটিস বেশি হলে অথবা রক্তের বেশি শর্করাকে ইনসুলিন দিয়ে কমালে চোখ কিছুটা ঝাপসা হয়ে আসে। রোগী চোখে কম দেখে। ধীরে ধীরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এলে চোখের এই সমস্যাটি চলে যায়। ডায়াবেটিস রোগীর চোখ নিয়েমিত বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে দেখানো প্রয়োজন। এতে প্রাথমিকভাবে অনেক সমস্যা সহজে সমাধান করা যায়। ইনসুলিন প্রতিদিন দিতে হবে কি না তা নির্ভর করবে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে কী পরিমাণ ইসনুলিন লাগছে তার ওপর। প্রয়োজন না হলে আপনার চিকিৎসকই ইনসুলিন বন্ধ করে দেবেন।
পরামর্শ দিয়েছেন
ডা· মো· ফরিদউদ্দিন
সহযোগী অধ্যাপক, অ্যান্ডোক্রাইন মেডিসিন
বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা
সূত্রঃ দৈনিক প্রথম আলো, নভেম্বর ১২, ২০০৮
Leave a Reply