হাইলাইটস
- নয়া স্ট্রেনের দাপটেই বিশ্ব জুড়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ (COVID-19)। রোজ নয়া লক্ষণ।
- এবারের লক্ষণটি দেখেও গবেষক এবং চিকিৎসকরা চমকে উঠেছেন।
- নতুন করে গবেষেণা শুরু করতে হচ্ছে। মূলত ৮৫ বছরের উপরে যাঁদের বয়স তাঁদের মধ্যে অনেকেরই হাতে রক্ত ব্যথা দেখা দিচ্ছে।
প্রথম এই সমস্যা দেখা দেয় নিউ জার্সিতে। এই রক্তজমাটের সমস্যা কীভাবে করোনা ভাইরাসকে (Coronavirus) আমন্ত্রম জানাচ্ছে তা নিয়ে শুরু হযেছে নতুন গবেষণা। পাশাপাশি জমাট বাঁধা রক্তকে ফের কীভাবে স্বাভাবিক করা যায় তা নিয়েও গবেষণা চলছে জোরদার। করোনার নতুন স্ট্রেন আগের চেয়েও শতগুণে বিধ্বংসী। এ ব্যাপারে কোনও সন্দেহ পোষণের জায়গাই নেই! বিশেষজ্ঞরা বলছেন যে, নতুন ধারার এই ভাইরাস আগের চেয়ে ৭০ শতাংশ বেশি শক্তিশালী। এবং সেই অনুপাতেই সংক্রমণের দিক থেকে এটি অনেক বেশি বিধ্বংসী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গবেষকরা বলছে কোভিডের (Covid) কারণে শরীরের নীচের দিকে অংশের রক্তজমাটের ঘটনা আগে দেখা গিয়েছে। কিন্তু হাতের রক্ত জমাট বাঁধার (Clots in Patient’s Arm) ঘটনাটি একেবারে নতুন।
সাধারণত ছোটো খাটো ব্যথার জন্য চিকিৎসকের কাছে যাওয়ার প্রবণতা খুব কম সংখ্যক মানুষের মধ্যেই আছে। বয়স হলে বিশেষ করে ৮৫ পেরোনোর পর হাতে পায়ে ব্যথা হওয়া স্বাভাবিক লক্ষণ। ফলে অনেকেই বিষয়টিকে গুরুত্ব দেন না। নিত্যদিনের অভ্যাস এবং ওষুধ দিয়েই ব্যথা কমানোর প্রয়াস করেন। কিন্তু অনেকেই আবার হাতে ব্যথাকে গুরুত্ব দিয়ে চিকিৎসকের কাছে যান। পরীক্ষায় দেখা যায় যে হাতের রক্ত মারাত্মকভাবে জমে (Clots in Patient’s Arm) গেছে। এবং রোগীর শরীরের করোনার (Coronavirus) জীবাণু রয়েছে। তাজ্জবের কথা এই যে, হাতে ব্যথা ছাড়া তাঁর শরীরের করোনার (Covid) আর কোনও উপসর্গ নেই।
হাতে রক্তজমাট বাঁধা তুলনামূলক কম ভয়ানক শোনালেও গবেষকদের কপাল থেকে চিন্তার ভাঁজ যাচ্ছে না। কারণ অন্ততপক্ষে ৩০ শতাংশ রোগীর ক্ষেত্রে হাতে রক্ত জমাট বাঁধার সংক্রমণ ছড়িয়ে পড়ছে ফুসফুস পর্যন্ত। বয়স্ক রোগীর হাতে রক্ত জমাটের সমস্যা দেখা দিলে তাঁর ডিপ ব্রেন থম্বোসিস এবং করোনা পরীক্ষা (Covid test) করার পরামর্শ দিচ্ছেন গবেষকরা। বিশ্বকে রোগমুক্ত করার চেষ্টা চলছে প্রতিমুহূর্তে।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-05-23 12:11:00
Source link
Leave a Reply