ডায়াবেটিসের সমস্যা ২
সমস্যাঃ আমার বাবার বয়স ৫৬ বছর। ২০০০ সাল থেকে তিনি ডায়াবেটিসে ভুগছেন। সকালে ও রাতে ইনসুলিন নেন। এখন সমস্যা হলো, তাঁর পায়ের বৃদ্ধাঙ্গুলির পরের আঙ্গুলটি অবশ হয়ে থাকে। এ নিয়ে তিনি ভীষণ উদ্বিগ্ন। তাঁর উচ্চ রক্তচাপ আছে। তিনি দুটি ওষুধ সেবন করেন। তিনি সারাক্ষণই নানা রকম দুশ্চিন্তা করেন। সব সময় বিভিন্নভাবে উৎসাহ দিয়ে রাখতে হয় তাঁকে। আঙ্গুলের সমস্যার জন্য কী করতে হবে জানালে খুশি হব।
মালিহা তাহসিন রুমি, চট্টগ্রাম।
পরামর্শঃ আপনার বাবার শারীরিক অসুস্থতার বিবরণ থেকে মনে হচ্ছে, দীর্ঘদিন ধরে তাঁর রক্তের শর্করা নিয়ন্ত্রণে নেই। রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে হবে। একজন অভিজ্ঞ ডায়াবেটিস বিশেষজ্ঞকে পা দেখিয়ে পরামর্শ নিলে ভালো হয়। ডায়াবেটিসের গাইড-বইয়ে পায়ের যত্ন ও অন্যান্য বিষয়ে বিস্তারিত পরামর্শ দেওয়া রয়েছে। সেগুলো ভালো করে জানতে হবে এবং অবশ্যই যতটুকু সম্ভব মেনে চলতে হবে।
পরামর্শ দিয়েছেন
ডা· মো· ফরিদউদ্দিন
সহযোগী অধ্যাপক, অ্যান্ডোক্রাইন মেডিসিন
বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা
সূত্রঃ দৈনিক প্রথম আলো, নভেম্বর ১২, ২০০৮
Leave a Reply