Consultant in NEP- শূন্য পদের সংখ্যা ১।
শিক্ষাগত যোগ্যতা
Consultant in International Cooperation:- এই পদের জন্য আবেদনকারী প্রার্থীর কোনও একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্পেসালাইজেশন সহ রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রিতে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকতে হবে প্রার্থীর।
Consultant in NEP- এই পদের জন্য আবেদনকারী প্রার্থীর কোনও একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এডুকেশনে স্নাতকোত্তর ডিগ্রিতে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে এবং এডুকেশনে NET পরীক্ষায় পাশ করে থাকতে হবে প্রার্থীকে। এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকতে হবে প্রার্থীর।
বেতন: এই দুই পদের জন্যই শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে ৫০,০০০/- থেকে ৭০,০০০/- এর মধ্যে বেতন ধার্য করা হবে।
কী ভাবে করা হবে নিয়োগ?
দুটি পদের ক্ষেত্রেই সিলেকশন কমিটির বিচারের ভিত্তিতে যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে।
কী ভাবে করবেন আবেদন?
দুটি পদের জন্যই আবেদনকারী প্রার্থীকে সমস্ত নথিপত্র সমেত কেবল মাত্র অনলাইন মাধ্যমে জমা করতে হবে। আবেদনপত্র জমা করতে প্রার্থীদের https://www.ugc.ac.in/jobs নামক এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। মনে রাখবেন, আবেদনপত্র জমা করার শেষ তারিখ ৩১ মে ২০২১।
UGC-র তরফে পদের সংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে। এছাড়াও কোনও পদে কর্মী নিয়োগ নাও করতে পারে UGC। সেক্ষেত্রে কোনও জবাব দিতে বাধ্য নয় UGC।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-22 19:25:36
Source link
Leave a Reply