কানের সমস্যা
সমস্যাঃ আমার বয়স ১৯ বছর। আমার মাথাব্যথা হয় প্রায় তিন-চার বছর ধরে। প্রথমত, পড়তে গেলে এ মাথাব্যথা দেখা দেয়। আমি নাক, কান ও গলারোগ বিশেষজ্ঞের কাছে যাই। তিনি আমাকে দেখে বলেন, কানের পর্দা ছিদ্র হওয়ার জন্য মাথাব্যথা হচ্ছে। কিন্তু আমার কানে তেমন সমস্যা নেই। তবে মাঝেমধ্যে চুলকায়, কাঠি দিলে দেখা যায়, পানির মতো কষ বের হয়। এক্স-রে করার পর একটু সমস্যা বের হয়। তারপর চিকিৎসক মাথা ওয়াশ করেন। এতেও অবস্থার উন্নতি না হওয়ায় তিনি আমাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে পরামর্শ দেন। মনোরোগ বিশেষজ্ঞের চিকিৎসায়ও আমার অবস্থার কোনো উন্নতি হয়নি। এদিকে দিনে দিনে মাথাব্যথা বেড়েই চলেছে। এ অবস্থায় আমাকে পরামর্শ দিলে উপকৃত হব।
আহমেদ ফজল দুলু
সাতকানিয়া, চট্টগ্রাম
পরামর্শঃ মাথাব্যথার অনেক কারণ রয়েছে। আপনার যেহেতু পড়াশোনা করার সময় মাথাব্যথা হচ্ছে, তাই প্রথমেই আপনি একজন চক্ষুরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন। তবে কানপাকা রোগ এবং এর জটিলতায় মাথাব্যথা হতে পারে। থাকলে সেটাকেও যথেষ্ট গুরুত্ব দিতে হবে। সে ক্ষেত্রে নাক, কান ও গলারোগ বিশেষজ্ঞ দেখাতে হবে। এ ক্ষেত্রে সিটিস্ক্যান পরীক্ষা করে দেখতে হবে। রোগ নির্ণয়ের পর কানের অপারেশন প্রয়োজন হতে পারে। আপনার সাইনাসে কোনো সমস্যা আছে কি না, সেটাও পরীক্ষা করিয়ে নিতে হবে। এ ছাড়া মাইগ্রেন, টেনশনজনিত রোগ ইত্যাদি কারণেও মাথাব্যথা হতে পারে। সে ক্ষেত্রে স্মায়ুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হতে পারে। আপনার আগের ব্যবস্থাপত্র ও পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট নিয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে দেখা করুন।
পরামর্শ দিয়েছেন
অধ্যাপক ডা· আবুল হাসনাত জোয়ারদার
নাক, কান ও গলা বিশেষজ্ঞ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
সূত্রঃ দৈনিক প্রথম আলো, নভেম্বর ১২, ২০০৮
Leave a Reply