হাইলাইটস
- নিয়োগ করা হবে সিনিয়র প্রোজেক্ট অ্যাসোসিয়েট ও প্রোজেক্ট অ্যাসোসিয়েট পদে।
- ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে।
- চাকুরিপ্রার্থীদের এ সুযোগ হাতছাড়া করা উচিৎ না।
পশ্চিমবঙ্গে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামের জন্য সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে করা হবে এই নিয়োগ। প্রথমে এক বছরের চুক্তি স্বাক্ষরিত হবে। প্রার্থীদের কর্মক্ষমতার উপর বিচার করে পরবর্তী কালে সেই চুক্তির মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। তবে স্থায়ী চাকরির আবেদন প্রার্থীরা করতে পারবেন না। সফল প্রার্থীদের পশ্চিমবঙ্গের যে কোনও শহরে নিযুক্ত করা হতে পারে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। তবে এখনই ইন্টারভিউর দিনক্ষণ স্থির করা হয়নি। ইন্টারভিউ পর্বের জন্য যে সকল প্রার্থীদের বাছাই করা হবে, তাঁদের ইন্টারভিউয়ের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে পর্ষদের পক্ষ থেকে।
আসুন এবার দেখে নেওয়া যাক এই পদের জন্য আবেদনকারী ব্যক্তির কী কী যোগ্যতা থাকা প্রয়োজন।
পদের নাম ও শূন্য পদের সংখ্যা
Senior Project Associate:- মোট শূন্য পদের সংখ্যা ১১
Project Associate:- মোট শূন্য পদের সংখ্যা ১১
শিক্ষাগত যোগ্যতা
Senior Project Associate:- এই পদের জন্য আবেদনকারীর কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরিবেশ বিদ্যা ও সিভিল/আর্কিটেকচার & প্লানিং/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ মাস্টার্স ডিগ্রি থাকা আবশ্যক।
Project Associate:- এই পদের জন্য আবেদনকারীর কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরিবেশ বিদ্যা ও সিভিল/আর্কিটেকচার & প্লানিং/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ মাস্টার্স ডিগ্রি থাকা আবশ্যক।
বয়সের ঊর্ধ্বসীমা
Senior Project Associate:- প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকা আবশ্যক
Project Associate:- প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে থাকা আবশ্যক
বেতন
Senior Project Associate:- প্রতি মাসে ৪২,০০০/- টাকা+ HRA
Project Associate:- প্রতি মাসে ৩৫,০০০/- টাকা+ HRA
কী ভাবে করবেন আবেদন?
প্রার্থীরা পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করেত পারেন। এরপর অ্যাপ্লিকেশন ফর্মটি ভরে তার pdf কপি ই-মেলে অ্যাটাচ করে [email protected] মেল আইডিতে পাঠান। ই-মেলের সাবজেক্টের জায়গায় পদের নাম লিখতে ভুলবেন না। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য https://www.wbpcb.gov.in/recruitment-for-ncap-in-west-bengal লিঙ্কটি করুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-22 17:09:48
Source link
Leave a Reply