নয়াদিল্লি: করোনা (Covid-19) ভাইরাসের দ্বিতীয় তরঙ্গের (2nd Wave) মাঝে বড় চ্যালেঞ্জ ছিল ব্ল্যাক ফাঙ্গাস(Black Fungus)। করোনা রোগীদের মধ্যে মারাত্মকভাবে ছড়াচ্ছে এই ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। বৃহস্পতিবারই ভারত সরকার সকল রাজ্যকে নির্দেশ দিয়েছে এই রোগকেও মহামারী (Pandemic) হিসাবে ঘোষণা করতে। ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে ভারতে যখন ভয়ঙ্কর পরিস্থিতি। ঠিক তখনই হানা দিল হোয়াইট ফাঙ্গাস (White Fungus)। চিকিৎসকদের একাংশের দাবি, ব্ল্যাক ফাঙ্গাসের চেয়েও বিপজ্জনক হয়ে উঠতে পারে এই হোয়াইট ফাঙ্গাস। বিহারে ৪ জন সংক্রমিত হয়েছেন এই ফাঙ্গাসের দ্বারা।
বিশেষজ্ঞরা মনে করছেন সাম্প্রতিকসময়ে ভয়াবহ আকার নিতে পারে হোয়াইট ফাঙ্গাস (White Fungus)। এটি কেবল ফুসফুসের উপর প্রভাব ফেলে না।পাশাপাশি শরীরের অন্যান্য অংশগুলি যেমন নখ, ত্বক, পেট, কিডনি, মস্তিষ্ক, মুখ এমনিকী গোপনাঙ্গেও প্রভাব ফেলতে পারে। চিকিৎসকরা আরও জানিয়েছেন, করোনা ভাইরাসের মতোই ফুসফুসের ওপর প্রভাব ফেলে এই ছত্রাক। এইচআরসিটি পরীক্ষায়ও ধরা পড়ে এই সংক্রমণ।
সাদা ছত্রাকের সংক্রমণ বিহার (Bihar)ছাড়া ভারতের অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়ছে, এমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। কিন্তু, বিশেষজ্ঞরা বিহারের ঘটনা থেকেই আশঙ্কা করছেন, করোনা ভাইরাসের মতোই তীব্র গতিতে ভারতে ছড়িয়ে পড়তে পারে হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণ। আর এটি ব্ল্যাক ফাঙ্গাসের থেকেও মারাত্মক হয়ে উঠতে পারে।
সাদা ছত্রাক সংক্রমিত বিহারের চারজন রোগীর মধ্যেই কোভিড-১৯ রোগের মতো উপসর্গ দেখা গিয়েছিল। তাঁদের ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছিল। কিন্তু তাদের প্রত্যেকের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। গুরুতর কোভিড রোগীদের ক্ষেত্রে যেমন এইচআরসিটি স্ক্যানের প্রয়োজন হয়, ঠিক তেমনই হোয়াইট ফাঙ্গাস সংক্রমণে স্ক্যানের প্রয়োজন হয়। যাদের রোগ-প্রতিরোধ ক্ষমতা কম, তাদেরই সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি। ডায়াবেটিস রোগী, যাদের চিকিৎসার জন্য খুব বেশি অক্সিজেন দিতে হচ্ছে, গর্ভবতী মহিলা এবং শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
অপরদিকে গতকালই রাজস্থান (Rajasthan) ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। ইতিমধ্যেই সাওয়াই মান সিং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে প্রায় ১০০ জন ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমিত রোগী ভর্তি হয়েছেন। ওই একই পথে হেঁটে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করেছে তেলেঙ্গানা (Telengana) সরকার।
লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!
‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.
শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-21 07:35:31
Source link
Leave a Reply