হাইলাইটস
- ইদানিং রূপচর্চার ক্ষেত্রে কোরিয়ান প্রোডাক্টের বেশ রমরমা।
- শ্যাম্পু, স্পা ক্রিম, সিরাম, ফেস অয়েল থেকে শুরু করে বিভিন্ন অ্যান্টিএজিং ক্রিম
- সর্বত্রই ঢুকে পড়েছে কোরিয়ান প্রোডাক্ট
ত্বক ভালো রাখতে CTM ( cleansing toning moisturising) রুটিন এখন অনেকেই মেনে চলেন। বিশেষত ২৫ পেরোলেই। নিয়মিত এই রুটিন মেনে চললে ত্বক অবশ্যই ভালো থাকবে। ত্বক পরিষ্কার থাকলে তবেই ত্বকের আরর্দ্রতা বজায় থাকবে। কিন্তু মনে রাখবেন কোরিয়ান এই সব প্রোডাক্ট কিন্তু ভারতীয়দের ত্বকের উপযুক্ত নয়।
অ্যান্টি এজিং ক্রিম কেনার আগে যা কিছু দেখবেন
অনেকের ধারণা কোরিয়ান মেয়েরা বয়সের আগেই অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার করেন। ফলে তাঁদের ত্বকে বলিরেখা অনেক পরে আসে। এই ধারণা কিন্তু একেবারেই ভুল। এই ধারণার বশবর্তী হয়ে অনেকেই আগেভাগে অ্যান্টি জিং ক্রিম ব্যবহার করেন। আর এতে কিন্তু ত্বক বয়সের আগেই বুড়িয়ে যায়। সেই সঙ্গে চামড়াও কুঁচকে যায়। আর কোরিয়ান অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার না করাই ভালো।
শুধুমাত্র তৈলাক্ত ত্বকের জন্য ফেসিয়াল অয়েল নয়
ফেসিয়াল অয়েল যে কেউ ব্যবহার করতে পারেন। শুধুমাত্র তৈলাক্ত ত্বকের জন্য ফেসিয়াল অয়েল নয়। তবে ব্যবহার করার আগে অবশ্যই দেখে নেবেন। আঙুর, সূর্যমুখীর তেল কিন্তু ত্বকের জন্য বেশ ভালো।
শুধুমাত্র মেয়েদের জন্যই কোরিয়ান প্রোডাক্ট নয়
কোরিয়ান প্রোডাক্ট সকলেই ব্যবহার করতে পারেন। শুধুমাত্র মেয়েরা ব্যবহার করলেই ভালো ফল পাবেন এমন কিন্তু নয়। আর তাই ত্বকের ধরণ অনুযায়ী যে কেউ ব্যবহার করতে পারেন।
ডাবল ক্লিনজিং ( Double Cleansing) দিনের যে কোনও সময় করা যায়
শুধুমাত্র রাতেই যে ডাবল ক্লিনজিং করা যায় এমন নয়। সকাল বা সন্ধে আপনার সুবিধামতো যে কোনও সময় বেছে নিতে পারেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই মুখ ভালো করে পরিষ্কার করে নেবেন। তেমনই বাইরে থেকে ফিরেও কিন্তু ভালো করে অবশ্যই মুখ ধুতে হবে। দিনে দুবার মুখ পরিষ্কার করলে ত্বক এমনিই ভালো থাকবে। আলাদা করে ফেসিয়াল অয়েল, অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার করার দরকার পড়বে না আর তাই কোরিয়ান প্রোডাক্ট ব্যবহার করলেই যে আপনার ত্বক সুন্দর, নিঁখুত, দাগহীন হবে এরকমটা একেবারেই নয়।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-20 14:32:42
Source link
Leave a Reply