হাইলাইটস
- করোনা (Coronavirus) নিয়ে অনেকটাই সচেতন হয়েছে মানুষ।
- বারবার হাত ধোওয়া থেকে শুরু করে বাইরে থেকে ফল, সবজি কিনে এনে স্যানিটাইজ করা – এই সব এখন আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে।
- ভাইরাসকে দূরে রাখতে দরজার নব, রান্নাঘরের তাক আমরা নিয়মিত স্যানিটাইজ করি।
তবুও এক বছরেরও বেশি সময় ধরে SARS-CoV-2 ভাইরাসের বিস্তার সম্পর্কে কিছু প্রশ্ন রয়ে গেছে বিজ্ঞানীদের কাছে। এপ্রিল থেকে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে (Covid second wave) যখন বিপর্যস্ত হয়ে পড়ে দেশ, তখন বহুতল বা অ্যাপার্টমেন্টের শৌচালয়ের পাইপ থেকে ভাইরাস (Coronavirus) ছড়িয়ে পড়ছে কিনা সে বিষয়ে বিজ্ঞানীদের মনে প্রশ্ন তৈরি হয়েছে। বহুতলে কোনও পরিবার সংক্রমিত হলে ওই বহুতলের নীচে যাঁরা বসবাস করছেন তাঁদের পরিবারও সংক্রমণের (Coronavirus) ঝুঁকিতে পড়বেন কিনা সে বিষয়ে প্রশ্ন তৈরি হয়েছে। যদিও বেশ কয়েকটি গবেষণায় এই ভাবে ভাইরাস প্রভাব বিস্তার করতে পারে বলে প্রমাণ মিলেছে।
কোন ঘটনা থেকে অনুমান!
চিনের গুয়াংঝৌ প্রদেশের একটি অ্যাপার্টমেন্ট দীর্ঘদিন খালি পড়েছিল। দীর্ঘদিন সেই অ্যাপার্টমেন্টে কোনও লোকবসতি নেই। অথচ সেই অ্যাপার্টমেন্টেরই শৌচাগারের বাথটাব, কল এবং শাওয়ারের হ্যান্ডেলে সারস-কোভ-২ অর্থাৎ নতুন করোনাভাইরাসের (Coronavirus) উপস্থিতি প্রমাণ পাওয়া যায়। ঘটনাটি গত ফেব্রুয়ারি মাসের। চিনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (Center for Disease Control and Prevention)-এর গবেষকরা এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন আর যা নতুন পন্থায় করোনা সংক্রমণের (Coronavirus) আশঙ্কা জাগিয়ে তোলে।
কীভাবে দীর্ঘদিন ধরে খালি পড়ে থাকা অ্যাপার্টমেন্টের বাথরুমে এল করোনার (Coronavirus) জীবাণু?
এই নিয়ে বেশ ধাঁধায় পড়ে গিয়েছিলেন চিনা বিজ্ঞানীরা। ওই অ্যাপার্টমেন্টের আর কোথাও করোনার উপস্থিতি পাওয়া যায়নি। তাহলে কি জলের পাইপের মাধ্যমেও বাহিত হচ্ছে করোনার জীবাণু (Coronavirus)?
কারণ ওই অ্যাপার্টমেন্টের নিচের অ্যাপার্টমেন্টেই যে পরিবার বাস করে তাঁদের পাঁচ সদস্য করোনা পজিটিভ রিপোর্ট আসে। কিন্তু, করোনাভাইরাস (Coronavirus) তো জলবাহিত নয়, বরং বাতাসে ভেসে থাকা জলকণার মাধ্যমে ছড়ায়। এরপর গবেষকরা একটি ‘অন-সাইট ট্রেসার সিমুলেশন পরীক্ষার’ মাধ্যমে আবিষ্কার করেন মূল সমস্যা তৈরি হচ্ছে হচ্ছে কমোডে ফ্লাশ করার সময়। করোনা (Covid) আক্রান্ত রোগীর মল ও মূত্রে ভাইরাসটি যথেষ্ট পরিমাণে উপস্থিত থাকে, তা আগেই প্রমাণিত হয়েছে।
গবেষকরা পরীক্ষার সময় দেখেছেন, ফ্লাশ করার সময় ‘ভাইরাস সম্বলিত অ্যারোসল বা ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার একটি একটি বিশাল ঊর্ধ্বমুখী পরিবহন ঘটে থাকে। বেশিরভাগ অ্যাপার্টমেন্টের বিল্ডিং-এই নিকাশির পাইপ একসঙ্গে যুক্ত থাকে। সেই নিকাশি পাইপের মাধ্যমেই এক বাড়ি থেকে অন্য বাড়িতে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। গবেষকরা আরও আশঙ্কা করেছেন, অনেকসময়ই নিকাশি-নালায় পর্যাপ্ত জল না থাকলে পাইপের মাধ্যমে মল থেকে তৈরি উষ্ণ, আর্দ্র গ্যাস নিকাশি পাইপ বেয়ে অ্যাপার্টমেন্টের বাথরুমে উঠে আসে। এই গ্যাসগুলি প্রায়শই গন্ধ দিয়ে শনাক্ত করা যায়। এদিকে, করোনা রোগীদের মধ্যে যাঁদের মল ও মূত্রে ‘অত্যন্ত উচ্চ ঘনত্ব’এ ভাইরাসটি উপস্থিত থাকে, তাদের ক্ষেত্রে মল থেকে তৈরি হওয়া ওই উষ্ণ, আর্দ্র গ্যাসের মাধ্যমেও করোনা বাহিত হতে পারে।
কেমন করে বাথরুম পরিস্কার করবেন?
ওয়াশ বেসিনের ব্যবহারও এখনও অনেক বেড়ে গিয়েছে। ওয়াশ বেসিনের কল জীবাণুমুক্ত রাখা খুই জরুরি। না হলে কল খোলা ও বন্ধ করার সময়ও আপনার সঙ্গে জীবাণুর সংস্পর্শ হতে পারে। আপনার কবজি বা কনুই দিলে কল খোলা ও বন্ধ করুন। দিনে অন্তত ২-৩ বার কল জীবাণুমুক্ত করা প্রয়োজন। প্রতিদিন সাবান-জন দিয়ে বাথরুমের দরজার নব, টয়লেট সিটার, ওয়াশ বেসিন পরিষ্কার করুন। আপনার পরিবারের কেউ যদি অসুস্থ থাকেন, তাহলে চেষ্টা করুন এটা নিশ্চিত করতে যে তিনি যেন আলাদা বাথরুম ব্যবহার করুন। তবে আতঙ্কে থেকে বাতিকগ্রস্তের মতো সব সময় বাথরুম পরিষ্কার করবেন না। পরিবারের সবাইকে বলে রাখুন যে বাথরুম ব্যবহারের পর তা পরিষ্কার করার দায়িত্ব সবার।
এখনও পর্যন্ত বাথরুমের পাইপ থেকে সংক্রমণ ছড়াতে পারে কিনা এই নিয়ে স্পষ্ট কোনও প্রমাণ পাওয়া যায়নি। গবেষকদের মতে, এই জাতীয় সংক্রমণ হলেও তা তুলনায় কম।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-20 10:57:44
Source link
Leave a Reply