মেনজ ক্লাব
এই সময়ে আউটগোয়িং এসব তরুণদের কথা মাথায় রেখেই দেশীয় ফ্যাশন ব্র্যান্ড মেনজ ক্লাব ঢাকা, সিলেট ও চট্টগ্রামের শোরুমগুলোতে এনেছে ফরমাল ও ক্যাজুয়াল এক্সিকিউটিভ শার্ট, পলো শার্ট, প্যান্ট, বেল্ট, জুতোসহ নানা পণ্যসমাহার। যেখান থেকে সহজেই খুঁজে নিতে পারেন আপনার পছন্দের পোশাক কিংবা প্রয়োজনীয় ফ্যাশন অনুসঙ্গ। ফোন: ০১৯১১৬২৮০৯৯
বাসন্তী
এই ঈদে বাসন্তী এনেছে বেশকিছু নতুন কালেকশন। রং, ডিজাইন, কাটিং এ বৈচিত্র্যপূর্ণ এসব সালোয়ার কামিজে কাজ করা হয়েছে এম্ব্রয়ডারি, ব্লক, চুমকিসহ বিভিন্ন মোটিভে। সুতি, তাঁত, সিল্ক ও চিকেন কাপড় ব্যবহার করা হয়েছে এসব সালোয়ার কামিজে। ২৪/২২, তাহমহল রোড, ব্লক সি, মোহাম্মদপুর, ঢাকা এবং টাঙ্গাইল শোরুম : ২৯-৩০, টাঙ্গাইল প্লাজা, লোন অফিস লিঃ, পুরাতন আলাদত রোড, টাঙ্গাইল।
খেয়া ক্রাফট
আসছে কোরবানির ঈদে ফ্যাশন হাউস খেয়া ক্রাফট নিয়ে এসেছে আকর্ষণীয় সব পোশাক। বাহারি ডিজাইনের এসব পোশাক তৈরি করা হয়েছে ক্রেতাদের রুচি ও চাহিদার প্রতি লক্ষ রেখে। ঈদ উপলক্ষে খেয়া এনেছে পাঞ্জাবি, শর্ট-পাঞ্জাবি, টি-শার্ট, ফুল িভ টি-শার্ট, পলো শার্ট, ফতুয়া, লেডিস ফতুয়া ও টপস্। শো-রুম: খেয়া ক্রাফট, ১২৪ ও ৭৭, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা। ফোন: ০১৭৩১৫১৫৫৫২।
কাব্য
বুটিক বাড়ি কাব্যতে শুরু হয়েছে ঈদের আয়োজন। ঈদের আয়োজনের মধ্যে তরুণদের কথা চিন্তা করে এই প্রথম কাব্য নিয়ে এসেছে ছেলেদের জন্য শর্ট শার্ট। এসব শার্টে ঈদের নান্দনিকতার পাশাপাশি ফুটে উঠেছে ঈদের আমেজ। কাব্য’র ঠিকানা-কাব্য বুটিক বাড়ি, ২৮, আজিজ সুপার মার্কেট (আন্ডারগ্রাউন্ড), শাহবাগ, ঢাকা-১০০০, ফোন- ০১৮১৮০৫৩৬৮২
রিমিক্স বিউটি পার্লার
আসছে ঈদুল আজহা উপলক্ষে মহিলাদের প্রিয় রিমিক্স বিউটি পার্লার নিয়ে এসেছে স্পেশাল কিছু অফার। এরমধ্যে রয়েছে মাত্র ১ হাজার টাকায় ঈদের রূপচর্চা প্যাকেজ। ঈদ থেকে পরবর্তী সাতদিন পার্টি মেকআপ মাত্র ২০০ টাকা। আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বউ সাজানোর উপরে রয়েছে ৫০ ভাগ ছাড়। দুই হাতে মেহেদি পড়ানো যাবে মাত্র ১০০ টাকায়। এছাড়া ঈদ উপলক্ষে রিমিক্স বিউটি পার্লার আয়োজন করেছে ২ দিনের একটি ভিন্ন ধর্মী ওয়ার্কসপ। ২০ ও ২১ নভেম্বর রান্না ও রূপচর্চা বিষয়ক ২ দিনের ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। উক্ত ওয়ার্কশপে ক্লাস নেবেন রিমিক্স বিউটি পার্লারের স্বত্বাধিকারী এবং বিউটিশিয়ান আফরিনা শিপন। আগ্রহী মেয়েরা ভর্তি হতে পারবেন ১৯ নভেম্বরের মধ্যে। যোগাযোগ করুন, রিমিক্স বিউটি পার্লার, ৪৪/১৬, সেতারা সেন্টার, পশ্চিম পান্থপথ, ঢাকা, ফোন- ০১৯১৬-৭৬২৭৫১।
আবর্তন
সামনেই শীত ও ঈদ উৎসব। এজন্যই টিনএজারসহ তরুণ-তরুণীদের জন্য বিশেষ প্যাটার্নে তৈরি ঈদ পোশাকের পসরা নিয়ে প্রস্তুত আবর্তনের প্রতিটি আউটলেট। এতে ব্যবহার করা হয়েছে মিক্সড কটন, সিল্কসহ ঋতু উপযোগী সব কাপড়। কিছু ক্ষেত্রে উৎসবের রঙকে প্রাধান্য দেয়া হয়েছে। বাচ্চাদের পোশাকের পাশপাশি এসব থ্রি-পিস, ফতুয়া, পাঞ্জাবি পাওয়া যাবে মালিবাগ, ধানমণ্ডি, মিরপুর-১০ ও ওয়ারি শোরুমে।
টেক্সমার্ট
এবার ঈদে টেক্সমার্টে সালোয়ার-কামিজের কালেকশনে গুণগত মান এবং ডিজাইন নিয়ে রয়েছে অনেক বেশি কাজ। ঈদ কালেকশনে জয়সিল্ক, এন্ডি কটন, মসলিন, কাতান ছাড়াও থাকছে বাহারি সুতি কাপরের সমারোহ। রং-এ থাকছে উৎসবের আমেজ। উজ্জ্বল রংগুলি প্রাধান্য পেয়েছে। কাজের মাধ্যম হিসাবে থাকছে প্রিন্ট, এম্ব্রয়ডারি, কারচুপি, জারদৌসি, এ্যাপলিক ইত্যাদি।
এবি ফ্যাশন
এবি ফ্যাশন মেকারের সব আউটফিটে রয়েছে ফ্রেব্রিক্স ও ডিজাইন বৈচিত্র্য। ফ্যাশনেবল তারুণ্যের উপযোগী বিশেষ প্যাটার্নে তৈরি এই পোশাকগুলোতে থাকছে শীত ও ঈদের আবহ। পাশাপাশি সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ফতুয়া পাওয়া যাবে এবি ফ্যাশন মেকারের মিরপুর রোডের ২৮ গোল্ডেন গেইট রিটেইল আউটলেটে। যোগাযোগ ৯৬৬৫১০২, ০১১৯৮২০০০৫৭।
অতসী
সিলেটের ফ্যাশন হাউজ অতসীর তৃতীয় শাখার যাত্রা শুরু হয়েছে কুমারপাড়া মেইন রোডে। এবারের ঈদে অতসী তৈরি করেছে শাড়ি লং ও শর্ট সালোয়ার কামিজ, ফতুয়া। ঈদুল আযহা উপলক্ষে অতসী সব নারীর জন্য ইকোনমি প্যাকেজ-এর আওতায় কিছুটা কমমূল্যে নিজের কিংবা পরিবারের অন্যদের জন্য পোশাক কেনা যাবে। ঠিকানা: অতসী, কুমারপাড়া মেইন রোড, শাহজালাল উপশহর সিলেট, কাকলি শপিং সেন্টার। ফোন : ০১৭১১৯৬৮১১০।
হাইলাইটস্
বসুন্ধরা সিটির নিচতলায় অবস্থিত হাইলাইটস ভিআইপি সেলুনে ঈদ উপলক্ষে চলছে হেয়ার স্ট্রেট উৎসব। হেয়ার স্ট্রেটের নতুন সংস্করণ মিল্ক রি-বন্ডিং সহ সকল প্রকার হেয়ার স্ট্রেট ও রি-বন্ডিং এ ১৫% ছাড় এবং নতুন ক্যাটালগের (চার থেকে পাঁচ হাজার) ট্যাটুতে ৩০% ছাড়। এই অফার চলবে ২৫ নভেম্বর ২০০৯ পর্যন্ত। সকল প্রকার চুলের কাজ কম্পিউটারে দেখে করানো হয়। ঠিকানা : হাইলাইট ভিআইপি সেলুন, লেভেল ১, ব্লক ডি, দোকান ১১৪, বসুন্ধরা সিটি। ফোন : ০১৭১২৫৪০৫৯০, ০১৬১২৫৪০৫৯০।
রূপসী বাংলা
আসছে কোরবানী ঈদ উপলক্ষে ফ্যাশন হাউস রূপসী বাংলায় সম্পূর্ণ নতুন ডিজাইনের শুধুমাত্র পুরুষদের পোশাকের উপর ১০-৫০% পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। যেসব পোশাকের উপর ছাড় দিচ্ছে তা হলো- হাফ শার্ট, ফুল শার্ট, টি-শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, শর্ট পাঞ্জাবি, ফতুয়া, লুুঙ্গিসহ আরও অন্যান্য পোশাক। এ সুযোগ শুধুমাত্র ঈদের আগের দিন পর্যন্ত থাকবে। যোগাযোগ : রূপসী বাংলা, এম কোরবান আলী প্লাজা, ৪ হেয়ার স্ট্রিট, ওয়ারী, ঢাকা। ফোন : ৭১৭২৫১১।
জেন্টাল পার্ক
কোরবানির ঈদকে কেন্দ্র করে মেনজ ফ্যাশন ওয়্যার হাউজ জেন্টাল পার্ক এনেছে নতুন কালেকশন। এ কালেকশনে থাকছে ছেলেদের শার্ট, টি-শার্ট, ডেনিম প্যান্ট, গ্যাভাডিন প্যান্ট ও কার্গো প্যান্ট। ফরমাল ও ক্যাজুয়াল উভয় ধরনের পোশাকে বেছে নেয়া হয়েছে তুলনামূলক উজ্জ্বল রঙ। বেশির ভাগ শার্ট তৈরি করা হয়েছে সুতি কাপড়ে। জেন্টাল পার্কের সব শো-রুমে এই পোশাকগুলো পাওয়া যাবে। মূল্য ক্রেতার ক্রয়সীমার নাগালে।
মৃন্ময়ী
কোরবানির ঈদ সামনে রেখে নতুনভাবে সেজেছে ফ্যাশন হাউজ মৃন্ময়ী। কোরবানির এ কালেকশনে মেয়েদের জন্য থাকছে এক্সক্লুসিভ শাড়ি, সালোয়ার কামিজ ও টপস্ এবং ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি ও ফতুয়া। মৃন্ময়ীর এসব পোশাক পাওয়া যাবে ধানমন্ডির জেনেটিক প্লাজা ও অরচার্ড পয়েন্টের শো-রুম দু’টিতে। বিস্তারিত যোগাযোগ : ৩৪/১, গ্রিন রোড, ধানমন্ডি, ঢাকা। ফোন : ০১৭১১০৫৫৫৯৮।
কারুশৈলী
ফ্যাশন হাউজ কারুশৈলী ঈদুল আযহাকে সামনে রেখে নতুন নতুন ডিজাইনের পোশাক তৈরি করেছে। এবারের ঈদে কারুশৈলী ছেলে ও মেয়েদের বিভিন্ন ডিজাইনের হাফ ও ফুল িভ ফতুয়া, শর্ট পাঞ্জাবি, টি-শার্ট, সালোয়ার কামিজ, শাড়ি ও বাচ্চাদের ফতুয়া ও পাঞ্জাবির একটি বড় কালেকশন এনেছে।ঠিকানা : অর্কিড প্লাজা, মিরপুর রোড, তাজমহল রোড (কেন্দ্রীয় কলেজের বিপরীতে) মোহাম্মদপুর।
বাংলার মেলা
এবার ঈদ হচ্ছে শীতের প্রারম্ভে তাই ম্যাটেরিয়াল ও রঙের ক্ষেত্রে লক্ষ রাখা হয়েছে। খাদি, কটন, এন্ডি সিল্ক ম্যাটেরিয়ালে প্রিন্টেড, ব্লক, বাটিক, ভেজিটেবল ডাই, টাইডাই, মেশিন ও হ্যান্ড এম্ব্রয়ডারিতে ভিন্ন ভিন্ন ডিজাইনে এবং প্যাটার্নে ছেলেদের ফতুয়া শার্ট পাওয়া যাবে। ফতুয়ায় ফুল িভ রাখা হয়েছে বেশি সেই সাথে ফুলশার্ট ও হাফশার্ট থাকছে। পাঞ্জাবিতে থাকছে অনেক ভ্যারাইটি, শর্ট মিডিয়াম ও লং ছাটের পাঞ্জাবির সাথে ট্রেন্ডি কুর্তা করা হয়েছে ভিন্ন ভিন্ন কাটে। সালোয়ার কামিজে থাকছে অনেকগুলো ডিজাইন। শীত থাকায় ফুল িভ কামিজ করা হয়েছে বেশি। নেক লাইনেও আনা হয়েছে ভিন্ন ভিন্ন কাট। শাড়িতে ব্লক, স্ক্রিন প্রিন্টের সাথে এম্ব্রয়ডারি, কাঁথা, গীট এর কাজের সাথে ব্যবহার করা হয়েছে গ্লাস, চুমকি। টাঙ্গাইল কটন, খাদি ও এন্ডি মিক্সড কটন শাড়ি সহ হাফসিল্ক শাড়ি থাকছে অনেকগুলো রঙে।
এ হাকিমে পর্দা
ঈদকে সামনে রেখে ঐতিহ্যবাহী দেশীয় পর্দা কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান এ হাকিম ট্রেডার্স সেজেছে নতুন সাজে। সাধ ও সাধ্যের সমন্বয়ে ভিন্ন ধরনের ফ্যাশন সমৃদ্ধ আকর্ষণীয় পর্দার কাপড় ক্রয় করতে আপনিও যেতে পারেন এ হাকিমে। যোগাযোগের ঠিকানা : এ হামিক ট্রেডার্স, দোকান নং- ৫-৬, চায়না মার্কেট, আন্ডার গ্রাউন্ড, নবাববাড়ি, ইসলামপুর, ঢাকা-১১০০। ফোন : ৭৩৯৫৮৫২, ০১৭১৫১০২৫৩৭।
বিবিয়ানা
প্রতিবারের মত এবারের ঈদেও বিবিয়ানা আয়োজন করেছে হরেক রকমের প্রোডাক্ট ও জুয়েলারি। বিবিয়ানার ঐতিহ্যবাহী সব নকশার সমাহার সাজানো হয়েছে তার তৈরি সকল সালোয়ার, কামিজ, দোপাট্টা, পাশাপাশি শাড়ি দিয়েও। এবারের ঈদে শীতের আমেজ থাকছে তাই বিবিয়ানা তার প্রোডাক্টের অনেকখানি জুড়ে প্রসিদ্ধ খাদি আর এন্ডির ব্যবহার করেছে। বিবিয়ানার পাঞ্জাবি, ফতুয়া, কুর্তি সব কিছুতেই নতুন মাত্রায় সংযোজিত হয়েছে ঈদের আমেজ।
আড়ং
বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং-এর জিইসি, চট্টগ্রাম শাখা নতুনরূপে এবং আরও বৃহৎ পরিসরে বিমান ভবন, ১/২ সিডিএ এভিডিউ, ষোলশহর, চট্টগ্রাম-এ স্থানান্তরিত হয়েছে। গত ২০ আগস্ট ২০০৯ তারিখ নতুন এই শাখাটির উদ্বোধন করেন ফজলে হাসান আবেদ, চেয়ারপারসন, ব্র্যাক। আড়ং-এর সবধরনের পণ্যের একটি বিস্তৃত সংগ্রহ নিয়ে এই শাখাটি তাদের কার্যক্রম শুরু করেছে। মোট ১৬০০০ বর্গফুট আয়তনের বিশাল এই শাখাটিতে চট্টগ্রামের ক্রেতারা উপভোগ করতে পারবেন নজরকাড়া ও আকর্ষণীয় পণ্যের মনোমুগ্ধকর সমাবেশ, আধুনিক ও আন্তরিক কাস্টমার সার্ভিস এবং বিশ্বমানের শপিং অভিজ্ঞতা। শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, বাচ্চাদের পোশাক ছাড়াও এই আউটলেটে রয়েছে ডায়মন্ড, গোল্ড, সিলভার, পার্ল এবং মাটি ও বিডসের গহনার এক দারুণ আকর্ষণীয় কালেকশন। যারা চট্টগ্রামে বসবাস করছেন তাদের জন্য নিঃসন্দেহে আড়ং ষোলশহরের এই আউটলেটটি শপিং-এ ভিন্ন ধরনের আনন্দদায়ক অভিজ্ঞতা উপহার দিতে পারবে। আড়ং-এর চট্টগ্রাম ষোলশহরের এই আউটলেটটি সপ্তাহের প্রতিটি দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে।
এই শীতের আমেজে ঈদ-ঊল-আযহার আনন্দকে আরও বাড়িয়ে দিতে আড়ং এবার নিয়ে এসেছে দারুণ আকর্ষণীয় এক ঈদ কালেকশন। শীত ও ঈদ উৎসব-দুটিকেই মাথায় রেখে এই কালেকশনটি তৈরি করা হয়েছে। ছেলে-মেয়ে উভয়ের জন্যই বিভিন্ন থিম নির্ভর পোশাক রয়েছে এই কালেকশনে। পুরোনো দিনের গহনার বিভিন্ন নকশা থেকে অনুপ্রাণিত হয়ে আড়ং এনেছে ‘অর্নামেন্টাল নস্টালজিয়া’ থিমের সালোয়ার-কামিজ কালেকশন। এই থিমে সালোয়ার-কামিজের ডিজাইনে পুরানো দিনের গহনার বিভিন্ন নকশা যেমন কানের দুল, গলার হার, মাথার টিকলী ইত্যাদির মোটিফ ব্যবহার করা হয়েছে। ওড়নাতে ভিন্ন মাত্রা যোগ করতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের মানানসই ট্যাসেল বা ঝালর। এছাড়াও এই ঈদে আড়ং-এ আছে শীতের এই রুক্ষ দিনেও এমনই একটি আর্কষণীয় উজ্জ্বল পাঞ্জাবী পরে যে কেউ সজীবতায় মুখর হয়ে উঠতে পারেন। গত রোজার ঈদে ছোট্ট সোনামণিদের জন্য তৈরি ‘আনএক্সপেক্টটেড আইকনস’ এবং ‘প্রিটি ফ্রেমড’ থিমের পার্টি ওয়্যারগুলো ক্রেতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় আড়ং এই ঈদেও এই দুটি থিমের পোশাক তাদের কালেকশনে রেখেছে। এই ঈদ-উল-আযহায় নিজেকে যদি একটু ভিন্নধারায় আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে চান তাহলে আজই চলে আসুন আড়ং-এর যেকোনো আউটলেটে আর বেছে নিন আপনার পছন্দের ঈদ পোশাকটি।
ফ্যাশন মেকার
ঈদকে সামনে রেখে ফ্যাশন দুনিয়ায় নান্দনিক পোশাকের নাম ‘ফ্যাশন মেকার (বাংলাদেশ)’ সেজেছে নতুন রঙে। আধুনিক ফ্যাশন সচেতন বাঙালী নারী’র ফ্যাশন ভাবনাকে যেমন গুরুত্ব দিয়েছে ‘ফ্যাশন মেকার’ তাদের উচ্ছ্বাসিত বর্ণিলতার পোশাকে তেমনি শিশুদের আনন্দমুখর সারাবেলা’র পোশাকেও সংযুক্ত করেছে নব স্বপ্নের সমারোহ। আসছে ঈদে নতুন নতুন ডিজাইনের মাঝে ‘ফ্যাশন মেকার’ নারী ও শিশুদের জন্য নিয়ে এসেছে ফতুয়া, লাছা, লেহেঙ্গা এবং িক, কটন বুটিকস্’র সেলোয়ার কামিজ। এছাড়া বাহারি পার্টিড্রেস তো আছেই।
ঠিকানা : কর্ণফুলী গার্ডেন সিটি (৩য় তলা) এবং গাউছিয়া’র (২য় ও ৩য় তলা) শো-রুমগুলোতে। ফোন-৮৬২১১২২।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক, নভেম্বর ১৭, ২০০৯
Leave a Reply