মহামারীর সংক্রমণ এবং এই ভাইরাসে যে আপনি আক্রান্ত কিনা তা যত দ্রুত জানা যায় এবং তার চিকিৎসা শুরু করা যায় ততই ভালো এটা আমরা সকলেই জানি।
কিন্তু অনেক সময়ে টেস্টের রিপোর্ট (covid test) নেগেটিভ আসার ফলে আমরা নিশ্চিন্তে থাকি যে হয়তো আমরা সংক্রামিত হইনি। তবে এর ফলে আসলে যিনি সংক্রমিত হয়েছেন তার শারীরিক সমস্যা আরও গভীর পর্যন্ত চলে যেতে পারে।
সামান্য অবহেলায় আপনাকে হাসপাতালে ভর্তি করা হতে পারে। তাই যে কোনো লক্ষণ (symptom) সামনে আসলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া এই সময় জরুরি হয়ে পড়েছে।
করোনার অধিকাংশ ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে রোগীর দেহে অল্প লক্ষণ (symptom) দেখা দিচ্ছে। তবে যেহেতু ইতিমধ্যে ভাইরাসটি রোগীর শরীর দখল করেছে তাই মিউট্যান্ট স্ট্রেন (mutant strain) দ্রুত তার প্রভাব বিস্তার করতে থাকে এবং সেই সংক্রমণ আরও গভীর হতে থাকে।
এই অবস্থা হলেই হাসপাতালে ছুটতে হয় রোগীকে নিয়ে। বিশেষজ্ঞরা বলেন যে এই রোগে সাইকোটাইন, হ্যাপি হাইপোক্সিয়াও কোনো গভীর কারণে হতে পারে।
যে কোনো কঠিন সময়ে দ্রুত রুপ বদল হতে পারে এর। তাই রোগীদেরকে প্রথম দিন থেকে সংক্রমিত হওয়ার পরে এগুলোকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে।
যদি শরীরে ইনফেকশন (infection) ছড়িয়ে যায় তাহলে তা নিয়ে অবহেলা করার মাশুল গুনতে হতে পরে রোগীকে। তাই এর যে কোন লক্ষণ তা যতই সামান্য হোক তা কোনোভাবেই অবহেলা করা যাবে না।
যদি শরীরে কোনো রকম সন্দেহজনক লক্ষণ প্রকাশ পায় তাহলে দ্রুত একবার কোভিড টেস্ট (covid test) করিয়ে নিতে হবে। শরীর ফুলে যাওয়া এবং সংক্রমনের আশংকাকে কমাতে অনেক সময় হাসপাতালে ভর্তি হওয়ার পরে রোগীকে স্টেরয়েড দেওয়া হয়।
তবে এক্ষেত্রে স্টেরয়েড (steroid) দিতেই হবে এমন কোনো বাধ্যতা নেই। তাই যাদের মধ্যে হালকা লক্ষণ দেখা দিয়েছে তাদের উপরে এটি (steroid) প্রয়োগ করলে তার ফল মারাত্মক হতে পারে।
এমনকি ব্ল্যাক ফাঙ্গাস (black fungus) যা এই মুহূর্তে যথেষ্ট পরিচিতি লাভ করেছে তা এই স্টেরয়েড (steroid) প্রয়োগের ফলেই হতে পারে।
লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!
‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.
শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-19 15:04:51
Source link
Leave a Reply