রক্তে মাংস দিয়ে তৈরি আমাদের শরীর। সাধারণতঃ রক্ত আমাদের শরীরের কোষগুলিতে পুষ্টি ও অক্সিজেন বহন করে নিয়ে যায় আর বিপাকীয় বর্জ্য পদার্থগুলি শরীর থেকে বের করে দেয়।
তরল এবং কঠিন দুই উপাদান মিলেই রক্তে তৈরি হয়েছে। রক্তে একটি তরল উপাদান থাকে যার নাম হলো প্লাজমা।
অন্যদিকে সলিড উপাদান হিসেবে লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা ও প্লাটিলেট থাকে। নানা কারণেই আমাদের শরীর থেকে রক্ত বেরিয়ে যায় এবং ওই রক্ত আবার তৈরি হওয়ার ক্ষমতাও আমাদের শরীরের মধ্যে রয়েছে।
তবে কিছু খাবার রয়েছে যা শরীরে রক্ত চলাচলের (blood circulation) পরিমাণ বাড়ায় ও স্বাভাবিক রাখে।
১. রসুন (garlic): রসুনের নানা প্রকার স্বাস্থ্য উপকারিতা রয়েছে। রসুন বদ হজমের সমস্যা দূর করার পাশাপাশি ব্লাড প্রেসার কমায়, রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায়, হার্টের নানা রোগের বিরুদ্ধে কাজ করে।
তবে এগুলি বাদেও রসুনের একটি আশ্চর্য গুণ রয়েছে যা হলো এটি রক্ত চলাচল (blood circulation) বাড়ায়।
২. বিটরুট (beetroot): এই সব্জিটি অ্যান্টি অক্সিডেন্টের অন্যতম প্রধান উৎস। কাঁচা বিটরুট খেতে পারলে তা আমাদের শরীরে রক্ত চলাচল (blood circulation) স্বাভাবিক রাখে, রক্তকে বিশুদ্ধ করে এবং লিভার সুস্থ রাখে।
আয়রন ও অ্যান্টি অক্সিডেন্টের (anti oxidant) সমন্বয় রক্ত চলাচল (blood circulation) থাকে স্বাভাবিক এবং রক্ত বিশুদ্ধ করে তোলে।
৩. বেদানা (pomegranate): এটি একটি রসালো, মিষ্টি ফল। এই ফলটি পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট এবং নাইট্রেটে সমৃদ্ধ যা দেহে রক্ত প্রবাহের (blood circulation) জন্য রক্তনালীর পথকে অনেকটা প্রসারিত করতে পারে।
এটিকে জুস বানিয়ে বা স্যালাড হিসেবেও বেদানার দানা খেতে পারেন।
৪. দারুচিনি (cinnamon): দারুচিনির রয়েছে বিপুল উপকারিতা। এই কথা অনেক গবেষণায় বারবার উঠে এসেছে।
দারুচিনি আমাদের রক্তনালীকে প্রসারিত করে দিয়ে রক্ত চলাচল বাড়িয়ে দেয়। সেই সাথে দারুচিনি রক্ত চলাচলে (blood circulation) কোন প্রকার বাধা দেয় না।
৫. বেরি (berry): অনেক ধরণের বেরি হয়। স্ট্রবেরি, ব্লুবেরি, রাসবেরি, মালবেরি সবই শরীরের জন্য ভালো ও এগুলি খেতে পারেন আপনি।
বেরি রক্ত চলাচল স্বাভাবিক রাখতে পারে। আবার সেই সঙ্গে হার্ট সুস্থ রাখে।
লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!
‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.
শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-18 21:05:01
Source link
Leave a Reply