- General Manager (Construction)- মোট শূন্য পদের সংখ্যা 2
- Additional General Manager (Safety)- মোট শূন্য পদের সংখ্যা 2
- Additional General Manager (Legal)- মোট শূন্য পদের সংখ্যা 2
- Additional General Manager (*QA/QC)- মোট শূন্য পদের সংখ্যা 2
- Deputy General Manager (Finance & Accounts)- মোট শূন্য পদের সংখ্যা 2
শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা
General Manager (Construction)– এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ অবশ্যই B.E/B.Tech পাশ করতে হবে। সঙ্গে বড় পরিকাঠামো প্রজেক্ট যেমন ব্রিজ তৈরি, হাইওয়ে/রেল বা মেট্রো রেল প্রোজেক্ট-এ অন্তত 23 বছর কাজ করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এই 23 বছরের অভিজ্ঞতার মধ্যে অন্তত 5-8 বছর মেট্রো রেল তৈরি অথবা গভীর খননের কাজের অভিজ্ঞতাও থাকা আবশ্যক। এছাড়াও বড় ইনফ্রাস্ট্রাকচার প্রোজেক্টের কন্ট্রাক্ট ম্যানেজমেন্টের বিষয়েও ওয়াকিবহাল থাকা আবশ্যক।
Additional General Manager (Safety)– এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই B.E/B.Tech পাশ করতে হবে। এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল সেফটির উপর কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক বছরের PG/Diploma থাকা আবশ্যক।
Additional General Manager (Legal)– এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে অন্তত 50% নম্বর নিয়ে আইনে স্নাতক স্তরের পরীক্ষায় পাস করে থাকতে হবে। এছাড়াও কোনও সরকারি সংস্থা বা বার্ষিক 250 কোটি টাকা বা তার উপর টার্নওভার থাকা কোন বেসরকারি সংস্থায় অন্তত 17 বছর আইনি বিষয় দেখাশোনা করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এছাড়া সরকারি ক্ষেত্রে বা বেসরকারি ‘ল’ ফার্মে এই সংক্রান্ত বিষয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যেতে পারে।
Additional General Manager (*QA/QC)– এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ অবশ্যই B.E/B.Tech পাশ করে থাকতে হবে। এছাড়াও Quality Assurance/Quality Control-এ অন্তত 17 বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এই 17 বছরের মধ্যে অন্তত ৫ বছর মেট্রো রেলে/ বড় নির্মাণকার্জে কাজ করার অভিজ্ঞতা থাকা আবশ্যক।
Deputy General Manager (Finance & Accounts)– এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই কোনও নামকরা শিক্ষা প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং Institute of Chartered Accountants of India অথবা Institute of Cost Accounts of India, এই দুই সংস্থার কোন একটি সদস্য হওয়া আবশ্যক। এছাড়াও কোন সরকারি সংস্থা বা কোন তালিকাভুক্ত কোম্পানিতে 13 বছর এই সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর।
বেতন
- General Manager (Construction)- 1,50,000-1,90,000 টাকা
- Additional General Manager (Safety)- 1,20,000 টাকা
- Additional General Manager (Legal)- 1,20,000 টাকা
- Additional General Manager (*QA/QC)- 1,20,000 টাকা
- Deputy General Manager (Finance & Accounts)- 90,000 টাকা
বয়সের ঊর্ধ্বসীমা
- General Manager (Construction)- 50 বছর
- Additional General Manager (Safety)- 47 বছর
- Additional General Manager (Legal)- 47 বছর
- Additional General Manager (*QA/QC)- 47 বছর
- Deputy General Manager (Finance & Accounts)- 40 বছর
কীভাবে করবেন আবেদন?
ডাকের মাধ্যমে আবেদনপত্র চেন্নাই মেট্রো রেলের (Chennai Metro Rail) দফতরে পাঠাতে হবে আবেদনপত্র। বিজ্ঞপ্তিতে যে পদ্ধতিতে বলা হয়েছে, সেই পদ্ধতিতেই আবেদনপত্র জমা করতে হবে। খামের উপর পদের নাম লিখতে ভুলবেন না। বিস্তারিত তথ্য ও অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে https://chennaimetrorail.org/job-notifications/ এই লিঙ্কটি অনুসরণ করুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-17 18:12:03
Source link
Leave a Reply