হাইলাইটস
- কিছু মানুষ গুজব ছড়িয়ে চলেছে৷ বেশ কয়েক দিন ধরে শুরু হয়েছিল বিষয়টা।
- সোশ্যাল মিডিয়ায় করোনাভাইরাস (Coronavirus) সম্পর্কে বিভিন্ন মিথ্যা ও আজগুবি সব তথ্য ভাইরাল হচ্ছে।
তেমনই একটি তথ্য ঘুরে বেড়াচ্ছে কোভিশিল্ডের টিকা নেওয়ার পরই রক্ত জমাট বাঁধার মতো ঘটনা ঘটছে। আর এই খবর ছড়াতেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয় ভারতে রক্ত জমাট বাধার ঘটনা নেই বললেই চলে। সুতরাং আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তবে , মানুষের মধ্যে রক্ত জমাট বাঁধা নিয়ে সচেতনতা বাড়াতে স্বাস্থ্যমন্ত্রকের তরফে আলাদাভাবে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
কোভিশিল্ড (Covishield) ভ্যাকসিন নেওয়ার পর অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো ঘটনা ১০ লাখে ০.৬১টি ঘটতে পারে, সংখ্যাতত্ত্বের বিচারে যা একেবারেই যৎসামান্য। কয়েক মাসের গবেষণা শেষে সোমবার স্বাস্থ্য মন্ত্রককে এ কথাই জানাল ‘অ্যাডভার্স ইভেন্টস ফলোয়িং ইমিউনাইজেশন’ (এইএফআই) সংক্রান্ত গবেষণা প্যানেল।
সোমবারই স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, ভারতে সেভাবে রক্ত জমাট বাঁধা বা থ্রম্বোসিসের ঘটনা প্রায় নেই বললেই চলে। কোভিশিল্ড (Covishield) ভ্যাকসিন নেওয়ার পর রক্ত জমাট বাঁধার মতো সমস্যার কথা বলেছিলেন, এমন ৭০০টি কেস তাঁরা পর্যবেক্ষণ করেছেন। এর মধ্যে ৪৯৮ জনের উপসর্গ বেশ গুরুতর, কিন্তু তার মধ্যে মাত্র ২৬ জনের শরীরে সম্ভাব্য ‘থ্রম্বোএমবোলিক ইভেন্টস’ চিহ্নিত হয়েছে। অর্থাৎ, এই ২৬ জনের ক্ষেত্রে জমাট বাঁধা রক্ত ভেঙে শিরা বা ধমনিকে ব্লক করে দেওয়ার সম্ভাবনা ছিল।
বিশেষজ্ঞ প্যানেলের দাবি, অ্যাস্ট্র্যাজেনেকা-অক্সফোর্ডের এই ভ্যাকসিনের (ভারতে যা কোভিশিল্ড নামে পরিচিত) পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে রক্ত জমাট বাঁধার ঘটনা কয়েকটি ক্ষেত্রে শোনা গেলেও সেটা ১০ লক্ষের মধ্যে ০.৬১, যা নিতান্তই নগণ্য। ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকায় যে ‘থ্রম্বোএমবোলিক ইভেন্টস’-এর আশঙ্কা নেই, সে ব্যাপারেও আশ্বস্ত করেছে সরকারি এই প্যানেল।
যেখানে রক্ত জমাট বাঁধার উপসর্গগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, কোভিশিল্ড (covishield) নেওয়ার ২০ দিনের মধ্যে যদি এই উপসর্গগুলি দেখা যায়। তবে যেখান থেকে টিকা নেওয়া হয়েছে, সেই কেন্দ্রে যেন অবশ্যই জানানো হয়।
রক্ত জমাট বাঁধার প্রধান উপসর্গগুলি হল
* শ্বাসকষ্ট
* বুকে ব্যাথা
* হাতে ব্যাথা বা হাত ফুলে যাওয়া
* যেই জায়গায় টিকা দেওয়া হয়েছে, তার চারপাশে লাল লাল ছোপ।
* ক্রমাগত পেটে ব্যাথা। এক্ষেত্রে বমি হতেও পারে বা নাও হতে পারে।
* আগে খিঁচুনির সমস্যা না থাকলেও টিকা নেওয়ার পর বমি সহ বা এমনিই খিঁচুনি ধরা।
* ক্রমাগত মাথা ব্যাথা।
* দেহের কোনও একটি অংশে দুর্বলতা বা প্যারালাইসিস।
* অস্পষ্ট দৃষ্টি বা চোখে ব্যাথা কিংবা দ্বিগুণ দেখা।
* মানসিক অবস্থার পরিবর্তন, চিন্তাভাবনায় সংশয় দেখা দেওয়া কিংবা অবসাদ বোধ করা।
* এছাড়াও যদি অন্য কোনও উপসর্গ দেখা দেয়, যা টিকাপ্রাপকের শরীরে আগে ছিল না, সেক্ষেত্রে দ্রুত যাতে স্বাস্থ্য়কেন্দ্রে জানানো হয়, তার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-05-18 18:07:31
Source link
Leave a Reply