হাইলাইটস
- ডিসিপ্লিন শেখাতে গিয়ে অনেক সময় বাবা-মাকে বাচ্চার প্রতি কড়া হতে হয়।
- কিন্তু তার ভবিষ্যতের জন্য, সন্তানের চরিত্র গঠনের জন্য তাকে ডিসিপ্লিনের পাঠ দিতেই হয়।
ডিসিপ্লিন শেখাতে গিয়ে অনেক সময় বাবা-মাকে বাচ্চার প্রতি কড়া হতে হয়। কিন্তু তার ভবিষ্যতের জন্য, সন্তানের চরিত্র গঠনের জন্য তাকে ডিসিপ্লিনের পাঠ দিতেই হয়। সব বাচ্চা এক পথে চিন্তা করে না। তাই সবাইকে এক পদ্ধতিতে ডিসিপ্লিন শেখানো সম্ভব নয়। তবে মূল যে ডিসিপ্লিনগুলি সবার শিখে রাখা দরকার, সেগুলি নিয়েই আলোচনা করা হল এখানে।
পজিটিভ ডিসিপ্লিন
বাচ্চার কাজের প্রশংসা করুন, তাকে সব বিষয়ে উত্সাহ দিন। পজিটিভ ডিসিপ্লিনের মাধ্যমে বাচ্চাকে তার আশপাশের সবকিছুকে ভালোবাসতে শেখানো যায়, নানা সমস্যা বাচ্চা যাতে নিজেই সমাধান করতে পারে, তা শেখানো যায়। সন্তানের সঙ্গে কথা বলে তাকে তার ভুলগুলো ধরিয়ে দিয়ে পজিটিভ পদ্ধতিতে ডিসিপ্লিন শেখানো সম্ভব।
ভদ্র ডিসিপ্লিন
সন্তান যদি কোনও বিষয়ে জেদ করে বা অবাধ্যতা করে, ভদ্র ডিসিপ্লিনের নিয়ম বলছে তাকে বকাঝকা নয়, বরং মজা করে বা বিষয়টি অন্যদিকে ঘুরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন। যদি আপনার সন্তান হোমওয়ার্ক শেষ করতে না চায়, তাহলে তাকে না বকে গল্পচ্ছলে মজা করে বলুন যে হোমওয়ার্ক শেষ না করলে সে কী কী সমস্যার মধ্যে পড়তে পারে। তারপর তাকে হোমওয়ার্ক শেষ করতে সাহায্য করুন।
সীমার মধ্যে থেকে ডিসিপ্লিন
সন্তানের চারপাশে কিছু গণ্ডী টেনে দেওয়া বা কিছু নিয়ম সেট করে দেওয়া এই ধরণের ডিসিপ্লিনের আওতায় পড়ে। এই পদ্ধতিতে বাচ্চা জানে যে নিয়ম ভাঙলে কী হতে পারে। শিশুদের মন নিয়ে কাজ করেন, এমন বিশেষজ্ঞদের কথায় বাউন্ডারি সেট করে দিয়ে বাচ্চাকে যেমন ডিসিপ্লিন শেখানো যায়, তেমনই বড়দের কথায় শ্রদ্ধা করতেও শেখানো যায় তাদের।
পজিটিভ ব্যবহার
এই ধরণের ডিসিপ্লিনের পাঠে বাচ্চাকে যেমন তার ভালো ব্যবহারের জন্য প্রশংসা ও পুরস্কৃত করতে হবে, তেমনই খারাপ ব্যবহারের জন্য শাস্তিও দিতে হবে। এই পদ্ধতিতে বাচ্চা বুঝতে পারবে যে কোন কোন কাজ করলে উপহার পাওয়া যায় এবং কোন কোন কাজ করলে শাস্তি পেতে হয়।
ইমোশন কোচিং
আপনার সন্তানের মনের দিকে খেয়াল রাখুন। তার ছোট্ট মনে কোনও ব্যাথা জমেছে কিনা, সে বিষয়ে সজাগ থাকা জরুরি। তবে কী ভাবে সে নিজের মনের কথা প্রকাশ করবে, সেটাও বাচ্চাকে শেখাতে হবে। কোনও কারণে রাগ হলে বা দুঃখ হলে জিনিসপত্র ছোঁড়া বা ভাঙচুর করা যে রাগ প্রকাশের পদ্ধতি নয়, সেটা সন্তানকে শেখানো জরুরি।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-18 16:59:46
Source link
Leave a Reply