কে-পপ যেমন জনপ্রিয়তার তুঙ্গে, তেমনি কোরিয়ান বিউটি সিক্রেটও সারা দুনিয়ার সৌন্দর্যের বাজারে দোলা দিয়ে চলেছে। আর সেই দেশেই কিন্তু জনপ্রিয়তা পেয়েছে কিছু প্রাকৃতিক মাস্ক। যাতে মিলবে পরিপূর্ণ কে-বিউটি তথা কোরিয়ান বিউটি। এর মানে হলো ত্বক পরিষ্কার হওয়ার পাশাপাশি ত্বকের পানিশূন্যতাও পূরণ হবে।
ময়দা মাস্ক
ময়দা নিয়ে যতোই ট্রল করা হোক না কেন, এটা কিন্তু সত্যি মুখে মাখা যায়। কে-বিউটির রেসিপি অনুযায়ী ১ টেবিল চামচ ময়দার সঙ্গে ১ চা চামচ দুধ ও ১ চা চামচ মধু মেশাতে হবে। সব মিশিয়ে মুখে মেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।
গ্রিন টি মাস্ক
গ্রিন টির কিছু পাতা সেদ্ধ করে নিন। এরপর ওই পানিটা দিয়ে ধীরে ধীরে মুখ ধুয়ে নিন। কাজটা করতে হবে নিয়মিত। এতে ত্বকের ভেতরটা পরিষ্কার হয়। কোষের স্বাস্থ্যও ভালো থাকবে।
চাল ধোয়া পানির মাস্ক
চাল ধোয়া পানির আছে অনেক গুণ। চুলে তো লাগানোই হয়, সেটা দিয়ে মুখও ধোয়া যায়। বারবার ধুলে চলে যাবে ব্রণ।
এন এইচ, ১৮ মে
স্বাস্থ্য | DesheBideshe
2021-05-18 08:12:26
Source link
Leave a Reply