হাইলাইটস
- গুয়োতমালার (guatemala) পাকায়া আগ্নেয়গিরির অপূর্ব ভয়ংকর সৌন্দর্য দেখতে পর্যটকের ভিড় হয়।
- আর সেখানেই অবাক করা কাণ্ড ঘটালেন ৩৪ বছরের ডেভিড গার্সিয়া।
- সম্প্রতি এই ভিডিয়োটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
সেখানে দেখা যাচ্ছে, আগ্নেয়গিরির লাভাস্রোতের গরমের তাপে রান্না করছেন পিৎজা (Pizza)। আগুনের তাপে গলে যাওয়া চিজের ভিতর থেকে উঁকি দিচ্ছে চিকেন হ্যাম, পর্ক আর টমেটোর দুর্দান্ত সস। খোলা আকাশের নীচে পিত্জা (Pizza) রান্না করে তাক লাগাচ্ছেন ওই ব্যক্তি। তবে, সুস্বাদু পিত্জার গন্ধে কী আর চুপ থাকতে পারে পর্যটকরা। লাইন দিয়ে কিনে নিচ্ছেন ভলক্যানো-কুকড পিত্জা (Pizza)। যার পোশাকি নাম ‘Pacaya Pizza’।
তবে, রান্না করতে তিনি ব্যবহার করেছেন স্পেশাল মেটাল শিট। গার্সিয়া ভিডিয়োতে জানিয়েছেন, এরজন্য যা ১৮০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাতেও গলে যাবে না, নষ্টও হবে না। লাভাস্রোতের একটি জায়গা গর্ত করে তাতে প্রায় ১৪ মিনিটে পিত্জা (Pizza) রান্না হয়ে যাচ্ছে। সেখানকার তাপমাত্রা ৮০০ডিগ্রি!
ডেইলি মেইল সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, আগ্নেয়গিরি চত্বরে বেশ কয়েকজন পর্যটক গার্সিয়ার কাছ থেকে পিত্জা কিনছেন। ব্যাকগ্রাউন্ডে আগ্নেয়গিরির থেকে নির্গত হওয়া লাভার সামনে পোজ দিয়ে ছবি তুলে সোস্যাল মিডিয়াতে পোস্টও করছেন অনেকে।
গত ফেব্রুয়ারি থেকে পাকায়া ভলক্যানো থেকে লাভা নির্গত হচ্ছে। স্থানীয় এলাকাবাসীদের স্থানান্তরিত করা হয়েছে আগেই। জারি করা হয়েছে হাইএলার্ট। প্রসঙ্গত, এই আগ্নেয়গিরিটি থেকে প্রথম আগ্ন্যুত্পাত ঘটেছিল ২৩ হাজার বছর আগে। স্পেনের এই সক্রিয় আগ্নেয়গিরিটি থেকে এখনও পর্যন্ত ২৩ বার অগ্ন্যুত্পাত ঘটেছে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-16 18:09:34
Source link
Leave a Reply