নিজস্ব প্রতিবেদন: ভ্যাকসিন বাড়ন্ত। এই অবস্থায় অগ্রাধিকার ঠিক করে দিল রাজ্য সরকার। কোভিড-যোদ্ধাদের পাশাপাশি দৈনন্দিন জীবনে যাঁরা বেশি আক্রান্ত হতে পারেন, তাঁদের ঢোকানো হল টিকা প্রাপকের তালিকায়।
সরকারি নির্দেশ মেনে সাধারণ মানুষ যেভাবে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকা পাচ্ছেন, তা চালু থাকবে। ভ্যাকসিনের অভাব থাকায় অগ্রাধিকার তালিকাও ঠিক করে ফেলল রাজ্য সরকার। যাঁদের জনজীবনে বেশি থাকতে হয়, কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, তাঁদের টিকা দেওয়া হবে।
১। সরকারি ও আধা সরকারি কর্মী। যাঁদের ভোট প্রক্রিয়ার সময় টিকা নেওয়া হয়নি। এর মধ্যে শিক্ষকরাও রয়েছেন।
২। জরুরি পণ্যে ডিলার, কর্মী। রেশন, কেরোসিন ও এলপিজি ডিলার। পেট্রোল পাম্পের কর্মী।
৩। ট্যাক্সি, অটো, টোটো ও রিকশা চালক।
৪। সাংবাদিক
৫। আইনজীবী, মুহুরি, ক্লার্ক ও আদালতের কর্মী।
৬। যৌন কর্মী ও রূপান্তরকামী।
৭। হকার। পাবেন সংবাদপত্র বিক্রেতারা।
৮। শাক-সবজি, মুদিখানা, মাছ ও বাজারে অন্যান্য পণ্যের বিক্রেতারা।
৯। কোভিড স্বেচ্ছাসেবী।
১০। সামাজিক ও সংশোধন হোমের বাসিন্দারা।
Zee24Ghanta: Health News
2021-05-15 20:07:04
Source link
Leave a Reply