বিভিন্ন বিভাগে মোট 26 জন সিনিয়র রেসিডেন্ট ডাক্তার নিয়োগ করা হবে। এই পদের জন্য আবেদনকারির সংশ্লিষ্ট বিষয়ের উপর স্নাতকোত্তর মেডিকাল ডিগ্রি (MD/MS/DNB) থাকা আবশ্যক। ডিগ্রিটি অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে লাভ করে থাকতে হবে প্রার্থীকে।
বিভাগ ও শূন্য পদের সংখ্যা
- Biochemistry- শূন্য পদের সংখ্যা 2(ST-1, UR-1)
- Microbiology-শূন্য পদের সংখ্যা 2 (OBC-1, UR-1)
- Pathology/Lab science- শূন্য পদের সংখ্যা 2 (SC-1, OBC – 1 )
- Pharmacology-শূন্য পদের সংখ্যা 1(SC-1
- General Medicine-শূন্য পদের সংখ্যা 3(SC-1, OBC- 1, ST- 1
- Paediatics- শূন্য পদের সংখ্যা 2 (EWS – 1, UR – 1)
- Anesthesiology শূন্য পদের সংখ্যা 3 (UR-2, OBC – 1)
- Obs. & Gyn.-শূন্য পদের সংখ্যা 1 (OBC-1)
- Ophthalmology শূন্য পদের সংখ্যা 2 (UR-1, ST-1)
- ENT শূন্য পদের সংখ্যা 1 (OBC-1)
- Orthopaedics শূন্য পদের সংখ্যা 1 (OBC-1)
- General Surgery শূন্য পদের সংখ্যা 2 (OBC-1, EWS- 1)
- Chest/Pulmonary Medicine- শূন্য পদের সংখ্যা 1 (UR-1)
- Radio-Diagnosis শূন্য পদের সংখ্যা 2 (SC-1, ST-1)
- Radio Therapy শূন্য পদের সংখ্যা 1 (UR – 1)
বয়সের ঊর্ধ্বসীমা
প্রার্থীর বয়স 45 বছরের নিচে হওয়া আবশ্যক। তবে যে সব প্রার্থীরা সংরক্ষণের আওতায় পড়েন তাঁদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে।
কীভাবে যোগ্য প্রার্থী বাছাই করা হবে?
ইন্টারভিউতে প্রার্থীর কর্মদক্ষতা যাচাই করা হবে এবং তার ভিত্তিতেই প্রার্থীদের বাছাই করা হবে। এছাড়াও প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সমস্ত নথিপত্র যাচাই করে দেখা হবে। এরপর প্রার্থীদের নাম শর্টলিস্ট করা হবে।
বেতন
সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের জন্য 79,209 টাকা প্রতি মাসে মাইনে হিসেবে ধার্য করা হয়েছে।
কোথায় হবে ইন্টারভিউ?
প্রার্থীদের তাঁদের শিক্ষাগত যোগ্যতার সব নথিপত্র নিয়ে সংশ্লিষ্ট বিভাগের ইন্টারভিউয়ের দিন AIIMS কল্যাণীর, অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগের 1st ফ্লোরের কমিটি রুমে উপস্থিত হতে বলা হয়েছে। চাকরিতে জয়েন করার জন্য প্রার্থীকে কোন রকমের ট্রাভেল অ্যালাওয়েন্স বা অন্য সুযোগ সুবিধে প্রদান করা হবে না। এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীরা AIIMS কল্যাণীর ওয়েবসাইট aiimskalyani.edu.in-এ চোখ রাখতে পারেন।
ইন্টারভিউয়ের দিনক্ষণ
Biochemistry, Microbiology, Pathology/Lab science, Pharmacology- এই বিভাগগুলির ইন্টারভিউ হবে 27.05.2021।
General Medicine, Paediatrics, Anesthesiology, Obs. & Gyn., Ophthalmology, ENT- এই বিভাগগুলির ইন্টারভিউ হবে 28.05.2021।
Orthopaedics, General Surgery, Chest/Pulmonary Medicine, Radio-Diagnosis, Radio Therapy- এই বিভাগগুলির ইন্টারভিউ হবে 29.05.2021
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-15 18:52:58
Source link
Leave a Reply