করোনা (corona) ভাইরাসের দ্বিতীয় ঢেউ ভারতে আছড়ে পড়েছে। প্রত্যেকদিন প্রচুর লোক এই ভাইরাসের দ্বারা সংক্রমিত হচ্ছেন। এই পরিস্হিতির মোকাবিলায় সরকার এখনো লকডাউনের (lockdown) পথে না হাঁটলেও তৃতীয় দফার ভ্যাকসিনেশন এর ওপর বেশি জোর দিচ্ছে। প্রত্যেক দিন অনেক মানুষ ভ্যাকসিন (vaccine) পাচ্ছেন, ১৮ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রেও মিলছে ভ্যাকসিন। কিন্তু ভ্যাকসিন নেওয়ার জন্য রয়েছে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। কিন্তু খুব সহজেই খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে এই পার্শ্ব প্রতিক্রিয়া রোধ করা যায়। সঠিক ও পুষ্টিকর খাদ্য ভ্যাকসিন নেওয়ার আগে ও পরে নিয়মিত খেলে পার্শ্ব প্রতিক্রিয়ার প্রভাব পড়ে না। ধূমপান, মদ্যপান , খালি পেটে ভ্যাকসিন নিতে যাওয়া এই বিষয়গুলো এড়িয়ে চলাই ভালো।
১. হলুদ: হলুদে কারকুমিন নামক পদার্থ থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। হলুদ মস্তিষ্কে স্ট্রেসের মাত্রা কমাতেও সাহায্য করে , যা ভ্যাকসিন নেওয়ার আগে জরুরি। বিভিন্ন রান্নার পাশাপাশি দুধের সাথে মিশিয়েও হলুদ খেতে পারেন।
২. রসুন: রসুন ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও রসুন দেহের অভ্যন্তরীণ বিভিন্ন কার্যকলাপ সঠিক ভাবে সম্পন্ন হতে সাহায্য করে।
৩. আদা: আদা স্বাস্থ্যের জন্য ভালো। আদা হাইপারটেনশন, করোনারি অসুখ, ফুসফুসের সংক্রমণের মতো রোগ নিয়ন্ত্রণ করে। এছাড়াও আদা স্ট্রেস কমায়। স্ট্রেস কম থাকা ভ্যাকসিন নেওয়ার আগে জরুরি।
৪. সবুজ সবজি: আমাদের রোজকার ডায়েটে সবজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবুজ সবজিতে থাকে প্রচুর পরিমাণ পুষ্টিকর উপাদান ও খনিজ পদার্থ। সবজিতে থাকে ক্যালসিয়াম। তাই নিয়মিত অবশ্যই খাওয়া উচিত।
৫. ফল: ফলে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, ভিটামিন ও অন্যান্য খনিজ পদার্থ। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ফল খাওয়া জরুরি।
৫.ব্লুবেরি: ব্লুবেরি ফাইত ফ্ল্যাভোনয়েড ও কোষ উৎপাদনকারী উপাদানে সম্বৃদ্ধ। ব্লুবেরি পটাসিয়াম ও ভিটামিন সি সম্বৃদ্ধ , যেটা সেরোটোনিন লেভেল বৃদ্ধি করতে সাহায্য করে।
৬. চিকেন/ভেজিটেবল স্যুপ: রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য শরীরের প্রতি যত্ন নেওয়া প্রয়োজন। এর জন্য খেতে পারেন চিকেন বা ভেজিটেবল স্যুপ।
৭. ডার্ক চকলেট: ডার্ক চকোলেটের উপাদান মুড ভালো করতে ও এনার্জি যোগান দিতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে যে ডার্ক চকলেট করোনারি রোগের প্রবণতা কমায়। ভ্যাকসিন নেওয়ার পর অবশ্যই খাওয়া উচিত।
৮. ভার্জিন অলিভ অয়েল: ভার্জিন অলিভ অয়েল ডায়াবেটিস ও স্নায়ু সংক্রান্ত রোগ প্রতিরোধে সাহায্য করে।
৯. ব্রকলি: ব্রকলি শরীরের কোলেস্টরলের মাত্রা কমিয়ে কর্ডিও ভাসকুলার রোগের সম্ভাবনা কমায়। ব্রকলি রান্না করে বা সেদ্ধ করে খাওয়া যেতে পারে
লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!
‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.
শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-13 18:36:11
Source link
Leave a Reply