NABARD-এ অফিসার রাঙ্কের দুটি গ্রেড রয়েছে। একটি Grade-A ও অন্যটি Grade-B। দুটি গ্রেডের চাকরি অত্যন্ত সম্মানের। তবে গ্রেড A-র তুলনায় গ্রেড B আধিকারিকদের পদ বেশ কিছুটা উঁচু। সেই কারণে যে সব পরীক্ষার্থীরা গ্রেড-B পদের জন্য আবেদন করেন, তাঁদের পরীক্ষায় একটি অতিরিক্ত পেপার থাকে। সেই পেপারে Development Economics, Statistics, Finance ও Management-এর মতো বিষয়ে প্রশ্নের উত্তর দিতে হয়।
মোট প্রায় ১৫০টি শূন্য পদের জন্য আবেদনপত্র গ্রহণ করা হয়।
বয়স
এই চাকরির জন্য আবেদনকারীর বয়স ২১-৩০ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক।
শিক্ষাগত যোগ্যতা
সর্বশেষ যে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীর রয়েছে তার রেজাল্ট সেই বছরের ১ জানুয়ারির আগে ঘোষিত হওয়া প্রয়োজন।
বেতন:- প্রতি মাসে ৬৬,৮৬৪ টাকা।
RBI-Reserve Bank of India
রিজার্ভ ব্যাঙ্কের ক্ষেত্রেও দুটি গ্রেড রয়েছে। RBI Grade B ও RBI Assistant। RBI Grade B দেশের ব্যাঙ্ক সেক্টরের পরীক্ষার মধ্যে সব চেয়ে লোভনীয়। প্রতি বছর এই গ্রেডের জন্য পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।
মূলত তিন ভাগে ভাগ করে এই পরীক্ষা নেওয়া হয়। প্রথম দুটি ভাগে লিখিত পরীক্ষা ও অন্তিম ভাগে ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়। দেশের অর্থব্যবস্থা চাঙ্গা রাখতে বিভিন্ন ধরনের পরিকল্পনা ও দেশের ব্যাঙ্কগুলির জন্য বিভিন্ন ধরনের রেগুলেশন নির্ধারণ করাই এই Grade B আধিকারিকদের প্রধান কাজ।
শিক্ষাগত যোগ্যতা
স্নাতক স্তরে ৬০ শতাংশ নম্বর অথবা স্নাতকোত্তর স্তরে ৫৫ শতাংশ নম্বর (SC/ST/PwBD প্রার্থীদের জন্য ৫০ শতাংশ)
বয়সের ঊর্ধ্বসীমা
প্রার্থীর বয়স ২১ বছরের উপর কিন্তু ৩০ বছরের নিচে হওয়া আবশ্যক।
যদি প্রার্থী Ph.D. ডিগ্রিধারী হন, সেক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩৪ ধার্য করা হবে। M.Phil ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর।
এছাড়া SC/ST প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড় রয়েছে।
বেতন:– প্রতি মাসে ৭৭,২০৮ টাকা।
SEBI- Securities and Exchange Board of India
Securities and Exchange Board of India বা সেবি ভারতের অর্থব্যবস্থার একটি স্তম্ভ। সেবির Grade-A অফিসারের চাকরি অত্যন্ত সম্মানের। প্রতি বছরের বিবিন্ন Grade A শূন্য পদে কর্মী নিয়োগ করে সেবি। চলুন একবার দেখে নেওয়া যাক যে Grade A-র কোন কোন বিভাগের জন্য নিয়োগ করে সেবি।
- জেনারেল বিভাগ
- আইন বিভাগ
- তথ্য ও প্রযুক্তি বিভাগ
- ইঞ্জিনিয়ারিং বিভাগ( সিভিল ও ইলেকট্রিকাল)
- গবেষণা বিভাগ
- সরকারি ভাষা বিভাগ
প্রার্থী বাছাই পদ্ধতি
প্রথম পর্ব (প্রিলিমিনারি পরীক্ষা)- ১০০ নম্বরের দুটি প্রশ্নপত্র থাকবে এই পরীক্ষায়।
দ্বিতীয় পর্ব (মেইন্স পরীক্ষা)- ১০০ নম্বরের দুটি প্রশ্নপত্র থাকবে এই পরীক্ষায়।
তৃতীয় পর্ব ইন্টারভিউ
বেতন:– প্রতি মাসে ১,০৭,০০০ টাকা।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-12 13:24:38
Source link
Leave a Reply