নিজস্ব প্রতিবেদন: এবার শিশুদের জন্যও ভ্যাকসিনে আশার আলো। ২ থেকে ১৮ বছর বয়সীদের উপর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে কোভ্যাক্সিন (Covaxin) ট্রায়ালের অনুমতি পেল ভারত বায়োটেক (Bharat Biotech)। মঙ্গলবার কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (CDSCO) বিশেষজ্ঞ কমিটি (SEC) এই অনুমতি দেয়। বাচ্চাদের মধ্যে এই ভ্যাকসিনের কার্যকারিতা ও প্রতিক্রিয়া খতিয়ে দেখতেই দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে চালানো হবে ট্রায়াল। খুব শীঘ্রই এই ট্রায়াল শুরু হবে। সব ঠিকঠাক থাকলে ন্যূনতম ২ বছর বয়সি শিশুদেরও কোভ্যাক্সিনের ডোজ দেওয়া যাবে।
আরও পড়ুন: এখন ভারতীয় Corona ভ্যারিয়েন্ট নিয়েই বেশি ভয়! খোঁজ মিলল ৪৪টি দেশ থেকে: WHO
উল্লেখ্য, করোনার তৃতীয় ঢেউতে শিশুরা বেশি সংক্রমিত হওয়ার আশঙ্কা ইতিমধ্যেই প্রকাশ করেছেন চিকিৎসক মহলের একাংশ। এই রিপোর্ট প্রকাশ হওয়ার পরই ভারত বায়োটেককে অনুমতি দেওয়া হল শিশুদের উপর কোভ্যাক্সিন ট্রায়ালের জন্য। কমপক্ষে ৫২৫ জনের উপর দিল্লি ও পটনার এইমস হাসপাতালে ও নাগপুরের মেডিট্রিনা ইনস্টিটিউটে এই পরীক্ষা চালানো হবে বলে জানা গিয়েছে। এর আগে ভারত বায়োটেকের প্রস্তাবে সাড়া দিয়ে ২৪ ফেব্রুয়ারি বিশেষজ্ঞ কমিটির সঙ্গে এক বৈঠকে ক্লিনিক্যাল ট্রায়াল সংক্রান্ত নিয়মাবলী জমা দিতে নির্দেশ দেওয়া হয় সংস্থাকে। আর সেই প্রস্তাবেই এবার পুরোপুরোভাবে সায় মিলল।
Zee24Ghanta: Health News
2021-05-12 10:16:48
Source link
Leave a Reply