সমস্যাঃ আমার বয়স ৩৪ বছর। আমি বিবাহিত। আমার সমস্যা মাসিকের ১০-১২ দিন আগে দুই স্তনে ব্যথা হতো। মাসিক শুরু হলে কমে যেত। কিন্তু দু-তিন মাস ধরে দুই স্তনের ভেতরে চিনচিন করে ব্যথা এবং প্রচণ্ড জ্বালাপোড়া করে, যা তলপেট ও সারা শরীরেও করে। অসহ্য যন্ত্রণার মধ্যে খুব কষ্টে আছি। তাই আপনার শরণাপন্ন হয়ে জানতে চাইছি, আমার কী হয়েছে। স্তন ক্যান্সারের লক্ষণ কি না, জানাবেন, প্লিজ। তাড়াতাড়ি জানালে কৃতজ্ঞ থাকব।
নাম প্রকাশে অনিচ্ছুক
বরিশাল।
পরামর্শঃ মাসিকের কয়েক দিন আগে থেকে স্তন কিছুটা ভারী বোধ হওয়া এবং হালকা ব্যথা, যা মাসিক শুরু হলে সেরে যায়-এটিকে স্বাভাবিক হিসেবেই ধরা হয়। এর চিকিৎসা দরকার হয় না সাধারণত। যদি স্তনে অতিরিক্ত ব্যথা হয়, চাকা দেখা দেয় বা জ্বালাপোড়া করে, যা মাসিকের সঙ্গে সম্পর্কযুক্ত নয়-এর জন্য অবশ্যই চিকিৎসা নিতে হবে। স্তনের ব্যথার সঙ্গে সঙ্গে তলপেটে এবং সারা শরীরে ব্যথার কথা লিখেছেন। স্তনের সাধারণ সমস্যায় এমনটি হওয়ার কথা নয়। আপনি স্তনে চাকা আছে কি না লিখেননি। তাই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, আপনার ক্যান্সার হয়েছে কি না। তবে মনে হচ্ছে, আপনি খুব ভয় পেয়েছেন এবং বিষয়টি নিয়ে মানসিক যন্ত্রণায় আছেন। সময় নষ্ট না করে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে সাক্ষাতে পরামর্শ নিন।
পরামর্শ দিয়েছেন
ডা· রওশন আরা খানম
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক, বেগম খালেদা জিয়া মেডিকেল
কলেজ ও সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা
সূত্রঃ দৈনিক প্রথম আলো, অক্টোবর ২৯, ২০০৮
puja
সমস্যাঃ আমার বয়স ৩৪ বছর। আমি বিবাহিত। আমার সমস্যা মাসিকের ১০-১২ দিন আগে দুই স্তনে ব্যথা যা তলপেট ও সারা শরীরেও করে।
rina
আমার বয়স ১৮। আম ি১ বছরে ৩ বার পিল খেয়িেছ।এখন মাসে ২ বার কর েমাসিক হচ্ছ.েএবং ব্লাড অনকে কম বেরচ্ছ.ে কিছু বুঝত েপারছ িনা।
Bangla Health
ব্লাড কমে যাওয়াতে মনে হচ্ছে কোনো সমস্যা না। অনেক সময় এমন হতেই পারে। এটা হঠাত পিল খাওয়া বন্ধ করার জন্যও হতে পারে। আপনি এখনো সেক্সুয়ালী একটিভ হলে ডাক্তারের পরামর্শ মেনে পিল খাওয়া চালিয়ে যেতে পারেন। আর খুব সমস্যা মনে করলে পেলভিক এক্সামটা করিয়ে নিতে পারেন।
বেশিরভাগ সময় দুশ্চিন্তা থেকে মাসিক আগে-পরে হয়ে যেতে পারে। তখন একই মাসে একাধিক বার মাসিকও হতে পারে। খেয়াল করে দেখুন পিল খাওয়া বন্ধ করার পর কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছেন কিনা।