যোগ্য প্রার্থীরা এই পদগুলোর জন্য তাঁদের আবেদন পত্র জমা করতে পারবেন। আবেদন পত্র জমা করার শেষ তারিখ ১০ মে ২০২১। শুধুমাত্র অনলাইন পদ্ধতিতে এই আবেদনপত্র জমা করা যাবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের সরকারি ওয়েবসাইট nfr.indianrailways.gov.in-এ গিয়ে আবেদনপত্র জমা করতে পারবেন প্রার্থীরা।
১১ মে ২০২১ সকাল ১১টা থেকে এই পদগুলিতে নিয়োগের ইন্টারভিউ নেবে রেলওয়ে বোর্ড। আলিপুরদুয়ারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (পার্সোনেল)-এর দপ্তরে নেওয়া হবে এই ইন্টারভিউ।
শিক্ষাগত যোগ্যতা
- Opthalmologist: Opthalmologist হিসেবে নিয়োগের জন্য প্রার্থীর MBBS ডিগ্রি ও সেই সঙ্গে চোখ সংক্রান্ত বিষয়ের উপর স্নাতকোত্তর স্তরের ডিগ্রি অথবা ডিপ্লোমা ডিগ্রি থাকা থাকা আবশ্যক। এছাড়াও Indian Medical Council-এর বৈধতাও সেই ডাক্তারের থাকা প্রয়োজন।
- General Duty Medical Officer: এই পদে নিয়োগের জন্য প্রার্থীর অবশ্যই Indian Medical Council স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি অথবা এক বছরের ইন্টার্নশিপের পর যেকোনও রাজ্যের Medical Council-এর বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা প্রয়োজন।
বয়সের ঊর্ধ্বসীমা
- ১ মে ২০২১ তারিখে প্রার্থীর বসয় ৫৩ বছরের নিচে থাকা আবশ্যক। অবসরপ্রাপ্ত ডাক্তারদের ক্ষেত্রে ১ মে ২০২১ তারিখে বয়স ৬৭ বছরের নীচে থাকা জরুরি।
বেতন (₹)
বিশেষজ্ঞ ডাক্তারের ক্ষেত্রে প্রতি মাসে ৯৫,০০০ টাকা ও General Duty Medical Officer পদের ক্ষেত্রে ৭৫,০০০ টাকা ধার্য করা হয়েছে।
কাজের যোগদানের পূর্বে প্রার্থীদের তাঁদের সমস্ত নথি ও সার্টিফিকেটের অরিজিনাল কপি সংশ্লিষ্ট বিভাগের সম্মুখে নিয়ে আসতে হবে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-10 20:20:14
Source link
Leave a Reply