হাইলাইটস
- বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের মধ্যে প্রথম উপসর্গ হিসেবে দেখা যাচ্ছে পাতলা মলত্যাগ।
- তারপরেই শুরু হচ্ছে পেটে ব্যাথা।
- তাই শিশুর পেট খারাপ ও পেট ব্যাথার সমস্যা দেখা দিলে দেরি না করে তার করোনা পরীক্ষার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে তিন থেকে ছয় মাস বয়সী বাচ্চাদের মধ্যে সম্প্রতি করোনায় সংক্রমণের হার বেড়েছে। প্রায় প্রতিদিনই করোনা সংক্রমণ ধরা পড়ছে ছোট বাচ্চাদের মধ্যে। আর বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের মধ্যে প্রথম উপসর্গ হিসেবে দেখা যাচ্ছে পাতলা মলত্যাগ। তারপরেই শুরু হচ্ছে পেটে ব্যাথা। তাই শিশুর পেট খারাপ ও পেট ব্যাথার সমস্যা দেখা দিলে দেরি না করে তার করোনা পরীক্ষার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
সদ্যোজাতদের মধ্যেও করোনা সংক্রমণ দেখা যাচ্ছে অনেক সময়। তার কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করছেন যে বাচ্চা জন্মানোর পর পরিবার ও প্রতিবেশীদের মধ্যে অনেকেই তাকে দেখতে আসে। তাঁদের মধ্যেই অজান্তে করোনা আক্রান্ত হলে তাঁর থেকে শিশুর শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এছাড়া তাঁর পরিবার বা বাড়ির পরিচারিকার মধ্যেও কেউ আক্রান্ত হতে পারেন। যাঁর থেকে বাচ্চার শরীরে অনেক সময় সংক্রমণ ছড়িয়ে পড়ে।
ছোট বাচ্চারা করোনায় আক্রান্ত হলেও এই বিষয়ে একটা আশার বাণী শুনিয়েছেন ডাক্তাররা। শিশু বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে করোনা থেকে ছয় দিনের মধ্য়েই সম্পূর্ণ সেরে উঠছে বেশিরভাগ শিশু। তাই সন্তানের করোনা হলেই খুব একটা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। ডাক্তাররা জানাচ্ছেন যে তিন থেকে ছয় মাসের অনেক শিশুই করোনায় আক্রান্ত হচ্ছে আর তাদের মধ্যে প্রাথমিক উপসর্গ হিসেবে দেখা যাচ্ছে পাতলা মলত্যাগ আর পেটে ব্যাথা।
এদিকে বেশ কিছুদিন পর দেশে কিছুটা কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জন। একদিনে ৩৭৫৪ জনের মৃত্যু হয়েছে। তবে আশার আলো জাগাচ্ছেন কোভিডজয়ীরা। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫৩ হাজার ৮১৮ জন। বেড়েছে সুস্থতার হারও। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৮৬ লাখ ৭১ হাজার ২২২ জন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-10 16:07:33
Source link
Leave a Reply