আদা রসুন এবং হলুদ দিয়ে তৈরি করুন পানীয় (Herbal Tea)
উপাদান-
২টো রসুন
লবঙ্গ
আধ ইঞ্চি
আদা
আধ ইঞ্চি
হলুদ বা হলুদ গুঁড়ো আধা চা চামচ
দেড় কাপ জল
কীভাবে তৈরি করবেন এই পানীয়
স্টেপ ১
সামান্য জলে আদা, রসুন এবং হলুদ পেস্ট মিশিয়ে নিন।
স্টেপ ২
জল ফুটে গেলে সবপেস্ট দিয়ে দিন। ৫ মিনিটের জন্য সমস্ত উপাদান ফুটিয়ে নিন।
স্টেপ ৩
জল ফুটে এক কাপ হয়ে গেলে স্বাদ বাড়াতে এতে মধু এবং লেবু দিতে পারেন।
রসুনের উপকারিতা
রসুন যে কোনও খাবারের সুগন্ধ বাড়ায়। এটি প্রয়োজনীয় পুষ্টিগুণে পূর্ণ। রসুনে উচ্চ পরিমাণে সালফার এবং অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্য রয়েছে। এটি হজমশক্তি বাড়ায় এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সহায়তা করে। এটি ফ্লুও নিরাময় করে। রসুন দিয়ে তৈরি এই পানীয় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে।
আদার উপকারিতা
নানা কারণে গ্যাস-অম্বলের সমস্যা আমাদের লেগেই থাকে। কারোর কারোর তো গ্যাস-অম্বলের সমস্যা পিছু ছাড়ে না। এই সমস্যায় আপনার উপকারী বন্ধু হতে পারে আদা। প্রতিদিন একটু করে আদা খেলে গ্যাস-অম্বলের সমস্যার উপকার পাবেন। রোজ একটু করে আদা খেলে আপনার অনেক শারীরিক সমস্যাই মিটে যাবে। আদার মধ্যে আছে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট। জিনজেরোল নামে একটি কম্পাউন্ড আদাকে এত উপকারী করে তুলেছে।
হলুদের উপকারিতা
হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন নামে এক উপাদান, যা একাই একশোর বেশি রোগ সারাতে পারে। হাজারেরও বেশি বছর ধরে এশিয়ায় হলুদের ব্যবহার শুধু মশলা হিসাবে নয়, ওষধি হিসাবেও। ভিটামিন ই বা ভিটামিন সি-র তুলনায় পাঁচ থেকে আট গুণ বেশি কার্যকরী অ্যান্টিঅক্সিড্যান্ট কারকিউমিন শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। হলুদের অন্য এক উপাদান পলিফেনল চোখের ‘ক্রনিক অ্যান্টিরিয়ার ইউভেইটিস’ সারাতে কর্টিকোস্টেরয়েডের কাজ করে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-10 15:12:31
Source link
Leave a Reply