হাইলাইটস
- সময় বাড়ার সঙ্গে সঙ্গে করোনারও নতুন নতুন লক্ষণ দেখা যাচ্ছে।
- এখনও পর্যন্ত এই মারণ ভাইরাস কিডনি, ল্যাং, জিহ্বা এবং গলায় প্রভাব বিস্তার করে আসছিল।
- তবে, সম্প্রতি এটি ত্বকে উপরও প্রভাব দেখাতে শুরু করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, ত্বকের যে কোনও পরিবর্তন করোনা ভাইরাসের (Coronavirus) লক্ষণ হতে পারে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে (covid second wave) ৪০ শতাংশ রোগীর মধ্যে ত্বকের নানা পরিবর্তনের ঘটনা রেকর্ড করা হয়েছে। ত্বকের পাশপাশি নখেও এর উপসর্গ দেখা যেতে পারে। তাই শরীরে এই ৫টি লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিন-
১. স্পর্শকাতর ত্বক নতুন লক্ষণ
সারা শরীরে ফোলা ভাব এবং পেটের উপর অংশটা অত্যাধিক মাত্রায় স্পর্শকাতর হয়ে যাওয়াও করোনার দ্বিতীয় ঢেউয়ের (covid second wave) নতুন উপসর্গগুলির মধ্যে একটা। খুব বেশি সংখ্যায় না হলেও বেশ কিছু কোভিড-রোগী এই উপসর্গের কথা জানিয়েছেন।
২. পিঠে বা গায়ে র্যাশ
গায়ের যে কোনও অংশে লাল চাকতির মতো ফুলে যাওয়া, ফুশকুরি, চুলকানি বা জ্বালা— এ সবই সংক্রমণের লক্ষণ হতে পারে। কোভিডের (covid) মৃদু উপসর্গগুলির মধ্যে র্যাশ অন্যতম। ত্বকে সংক্রমণ ছড়ালে এগুলি দেখা যেতে পারে। যাদের সেনসিটিভ স্কিন তাঁদের ক্ষেত্রে এগুলি হওয়ার প্রবণতা আরও বেশি। তবে, এখানে একটা প্রশ্ন সকলের মনে হতে পারে। যেহেতু এখনগরমকাল তাই অনেকের গরম থেকেও ত্বকের সমস্যা হচ্ছে। এগুলি আমরা কীভাবে আলাদা করে বুঝতে পারব?
বিশেষজ্ঞরা বলেছেন, কোভিডের র্যাশ হুট করে শরীরের যে কোনও অংশে হতে পারে। হাত, পা, পিঠ, পায়ের আঙুল, গলা, পেট— যে কোনও জায়গাতেই। খেয়াল রাখুন হঠাৎ করে বিনা কারণে হচ্ছে কি না। ধরুন আপনি রোদে বেরলেই মুখে সান র্যাশ হয়। কিন্তু এখন বাড়ি থেকেই বসে কাজ করছেন, রোদে তেমন বেরচ্ছেন না। তা সত্ত্বেও গায়ে র্যাশ! এ রকম হলে চিকিৎসকের পরামর্শ নিন।
৩.ঠোঁটের চারপাশে শুষ্কতা
যদিও ঠোঁট শুকানো স্বাভাবিক, তবে যদি এই দিনগুলিতে আপনার ঠোঁট শুকানো শুরু করে, তবে এতে মনোযোগ দিন। কারণ এটি সংক্রমণের একটি নতুন লক্ষণ হিসাবে মনে করছেন বিশেষজ্ঞরা। সংক্রমণের শুরুতে ঠোঁটের শুষ্কতা দেখা যায়। চিকিত্সকরা এই সমস্যায় দ্বিগুণ সতর্ক হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।
৪. ফুসকুড়ি এবং ফোস্কা
ত্বকের ফুসকুড়ি এবং ফোস্কাও করোনার (Coronavirus) লক্ষণ। ঘাড়ের পিছনে, উরু থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত প্রভাবিত করে। এখনও এই উপসর্গগুলি নিয়ে গবেষণা চলছে। সাধারণ ত্বকের সমস্যা এবং কোভিডের উপসর্গের মধ্যে ফারাক করা সত্যিই কঠিন। তবে এগুলি দেখা গেলে একটু বেশি সজাগ থাকুন। অ্যালার্জি বা র্যাশ বাড়ছে কিনা সে দিকে খেয়াল করুন। সঙ্গে জ্বর, কাশি, ক্লান্তির মতো কোভিডের অন্য উপসর্গগুলি রয়েছে কি না খেয়াল করুন।
৫. নখ এবং পায়ের আঙ্গুলের উপর প্রভাব
নখ এবং পায়ের আঙ্গুলের উপর অস্বাভাবিক লক্ষণ দেখা যাচ্ছে। করোনা সংক্রমণে (Coronavirus) পায়ের আঙুল লালচে হয়ে ফুলে যাওয়ার কথা বেশ কিছু মাস ধরেই শোনা যাচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি নখে কালচে বা সাদা রেখার কথা নতুন করে জানা গিয়েছে। এমনিতে এগুলি খুব গুরুতর উপসর্গ নয়, তবে মাঝে মাঝে জমাট বেঁধে ঘা-ও হতে পারে পায়ের আঙুলে। তাই এ বিষয়ে নজর রাখা উচিত।
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-05-09 17:03:50
Source link
Leave a Reply