হাতের সৌন্দর্য বজায় রাখতে ম্যানিকিউর জরুরি। ম্যানিকিউর বিভিন্ন ধরনের আছে। তার মধ্যে সর্বাধিক সমাদৃত ও বহুল জনপ্রিয় হলো ফ্রেঞ্চ ম্যানিকিউর। সাধারণত ফ্রেঞ্চ ম্যানিকিউরে সাধারণ ম্যানিকিউরের পদ্ধতি অবলম্বন করা হয়। তবে এর বিশেষত্ব ম্যানিকিউর শেষে নেইল পলিশ দেওয়ার মধ্যে। সাধারণত নখের ওপরের অংশে সাদা নেইল পলিশ দিয়ে বাকি নখে কোনো রং দেওয়া হয় না ফ্রেঞ্চও ম্যানিকিউরে।
ম্যানিকিউর করতে যা যা প্রয়োজন
প্রথমেই দরকার ম্যানিকিউর কিট, যার মধ্যে থাকা দরকার কিউটিকল কাটার, নেইল ফাইলার, পুশার, বাফার, নেইল কাটার। আরও যা দরকার তা হলো রিমুভার, কিউটিকল তেল বা লোশন, ম্যাসাজ ক্রিম, স্ক্রাব, তুলা ও ময়েশ্চারাইজার।
ম্যানিকিউর করার পদ্ধতি
প্রথমে রিমুভার দিয়ে নখের পুরোনো নেইল পলিশ তুলে ফেলুন। এবার কিউটিকল অয়েল লাগিয়ে নিন নখের চামড়া বা কিউটিকলের ওপর। কিছুক্ষণ এভাবে রেখে দিন, যাতে চামড়া কিছুটা নরম হয়। এবার হলকা হাতে নখের ওপর তেলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে নিন। এবার নেইল ফাইলার দিয়ে নখকে দিন আপনার পছন্দ অনুযায়ী আকার। আজকাল চারকোনা আকারের নখের চলন বেশি। প্রয়োজন হলে বাড়তি নখ নেইল কাটার দিয়ে কেটে নিন। এবার কুসুম গরম পানিতে ১৫ মিনিট ডুবিয়ে রাখুন। পানিতে খুব সামান্য হাত ধোয়ার লিকুইড সোপ মিলিয়ে নিতে পারেন। আবার ম্যানিকিউর সল্টও দিতে পারেন পানিতে দু-এক টুকরো।
এবার পানি থেকে হাতটি তুলে পুশার দিয়ে হালকা করে নখের কিউটিকলের ওপর ঘুরিয়ে ঘুরিয়ে চামড়াটি নখ থেকে আলগা করে নিন। তার আগে নেইল ব্রাশ দিয়ে নখগুলো হালকা ঘষেও নিতে পারেন। দরকার হলে কিউটিকল কাটার ব্যবহার করতে পারেন কিউটিকল তুলতে। এবার নখে কিউটিকল ক্রিম বা লোশন লাগান। ব্রাশ দিয়ে হালকা করে ঘষে নখের ওপরের ময়লা পরিষ্কার করে নিন। বাফার দিয়ে নখ ঘষে নখের ওপরের অংশ সমান করে নিতে পারেন, যদি আপনার নখে কোনো কাটা দাগ বা গর্ত অথবা কোনো দাগের সৃষ্টি হয়।
এবার ম্যাসাজ ক্রিম দিয়ে হাত ম্যাসাজ করুন। স্ক্রাব ঘষে মরা চামড়া বা কোষগুলো ঝেড়ে ফেলুন। আরও সুন্দর মসৃণ ত্বক পেতে চাইলে কোনো প্যাক ব্যবহার করতে পারেন হাতে। এবার পালা ফ্রেঞ্চ ম্যানিকিউরের বিশেষত্ব অর্জন করার।
ফ্রেঞ্চ ম্যানিকিউর
প্রথমেই আপনার কয়েক ধরনের নেইল পলিশ দরকার। স্বচ্ছ নেইল পলিশ লাগিয়ে নিন প্রথমে নখে। তাতে নখ ভালো থাকবে এবং যেকোনো রঙের নেইল পলিশ ব্যবহার করা হলে কেমিক্যাল থেকে সৃষ্ট হলুদ ছাপ নখে পড়া থেকে বিরত রাখবে। এবার দরকার সাদা নেইল পলিশ। আপনার নখের ওপর যেটুকু অংশ আপনি সাদা রাখতে চান, তার নিচে স্টিকার কাগজ লাগিয়ে ওপরের অংশ নিচের অংশ থেকে আলগা করুন। যেকোনো দোকানে আপনি ম্যানিকিউর কিটগুলো কিনতে পারেন। এ ছাড়া স্টিকার ব্যবহার না করে সাবধানেও নেইল পলিশ দিয়ে নখের ওপরের অংশটি সাদা করে নিতে পারেন। ভালো করে নেইল পলিশ শুকালে এবার পুরো নখে স্বচ্ছ বা হালকা গোলাপি বা বেইজ রঙের নেল পলিশ লাগিয়ে নিন। এভাবেই হয়ে গেল আপনার ফ্রেঞ্চ ম্যানিকিউর।
ফ্রেঞ্চ ম্যানিকিউরের পরিচ্ছন্নতা, হালকা ভাব এবং একই সঙ্গে ফ্যাশনেবল ভাবের জন্য খুবই জনপ্রিয়। তবে বর্তমানে ফ্রেঞ্চ ম্যানিকিউরের ধরনেও এসেজে বৈচিত্র্য। ফ্রেঞ্চ ম্যানিকিউর করে আপনি হালকা ডিজাইনের কোনো নেইল আর্ট করতে পারেন। এ ছাড়া ওপরের সাদা অংশে ছোট কোনো পাথর আঠা দিয়ে লাগিয়ে নিতে পারেন। এসব পেতে পারেন দোকানে নেইল আর্ট কিটের সঙ্গে। এ ছাড়া বিভিন্ন ডিজাইনের কোনো স্টিকারও লাগাতে পারেন নখে।
আজকাল ফ্রেঞ্চ ম্যানিকিউরের সাদা রঙের বদলেও এসেছে বিভিন্ন রঙের ব্যবহার। লাল, কালো বা ছাই রং। অথবা আপনার পছন্দ অনুযায়ী নির্বাচন করতে পারেন যেকোনো রং। সাদার ওপরের টপ কোটটা গ্লিটার নেইল পলিশ দিয়েও দিতে পারেন।
ফ্রেঞ্চ ম্যানিকিউর অনেক দিন ধরে রাখতে কয়েক দিন পর পর ওপরের নেইল পলিশের কোটটি লাগিয়ে নিন।
ফ্রেঞ্চ ম্যানিকিউর আপনি বাড়িতেও করতে পারেন। অথবা যেকোনো পার্লারে গিয়েও করতে পারেন।
আইরিন খান
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ২৭, ২০০৯
Leave a Reply