জীবনে চলার পথে বিভিন্ন মুহূর্তের মধ্য দিয়ে পার হতে হবে আপনাকে। সেই চলার পথের স্মৃতিগুলো ছবির মাধ্যমে স্থায়ী করে ধরে রাখতে পারেন। তবে সেই ছবিগুলোও ভালোভাবে সংরক্ষণ করা দরকার। ধানমন্ডির বাসিন্দা আফরোজা আক্তার বলেন, ‘জীবনের মূল্যবান মুহূর্তগুলো একটু সচেতন হলেই ধরে রাখতে পারবেন আপনি। আমার ছেলেমেয়ের জন্মদিন, তাদের বিয়ে, নাতিদের জন্মদিন এমনকি আমার বিয়ের স্মৃতিগুলো আজও আমার কাছে রঙিন। এর জন্য আমাকে একটু কষ্ট করে ছবিগুলো সংরক্ষণ করতে হয়েছে।’
পুরোনো দিনের ছবিগুলো কীভাবে রাখতে চান, সেটা নির্ভর করবে আপনার ওপর। ছবির পরিমাণ, ছবির গুরুত্ব আর আপনার রুচির ওপর নির্ভর করবে ছবিগুলো কীভাবে রাখবেন। বিভিন্ন মাধ্যমে সংরক্ষিত রাখতে পারেন আপনার স্মৃতিময় ছবি।
অ্যালবাম: ছবি সুন্দরভাবে সংরক্ষণ করে রাখার জন্য অ্যালবামের বিকল্প নেই। অ্যালবামে আপনি একসঙ্গে অনেক ছবি রাখতে পারবেন। নিউমার্কেটের ছবির অ্যালবাম বিক্রেতা মো. সামছুল আলম বলেন, ছবি সংরক্ষণ করার জন্য অ্যালবাম অন্যতম একটি উপায়। দামে কিছুটা কম এবং একসঙ্গে অনেক ছবি রাখা যায় বলে ছবি সংরক্ষণ করার জন্য অ্যালবামের চাহিদা সবচেয়ে বেশি। অ্যালবামে ছবি রাখার জন্য আপনাকে আগে ছবি প্রিন্ট করতে হবে ভালো কোনো ডিজিটাল স্টুডিও থেকে। শুধু ছবি প্রিন্ট করলেই হবে না, আপনাকে লক্ষ রাখতে হবে, ছবি প্রিন্ট করার পেপারটা ভালো মানের হয় সেদিকে। ম্যাট কাগজটা (কাগজ) দিয়ে ছবি প্রিন্ট করলে অনেক দিন ভালো থাকবে। অ্যালবামে ছবি রাখার ক্ষেত্রে লক্ষ রাখতে হবে, ছবিগুলো প্রিন্ট করার পর ভালোভাবে শুকিয়েছে কি না। ভালোভাবে ছবি শুকানোর পর অ্যালবামে সংরক্ষণ করুন আপনার প্রিয় ছবিগুলো। শুধু ছবির অ্যালবাম নিরাপদে রেখেই চিন্তামুক্ত থাকলে চলবে না, সংরক্ষিত ছবি রাখার পর যত্ন নিতে হবে। আলো-বাতাস আসে, এ রকম স্থানে রাখবেন অ্যালবামটি। স্যাঁতসেঁতে ও অন্ধকার স্থানে রাখলে ছবি তাড়াতাড়ি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। অ্যালবাম এমন স্থানে রাখুন, যেখানে পোকামাকড় না আসে। অ্যালবামে পানি পড়লে ছবি নষ্ট হওয়ার আশঙ্কা বেশি থাকে, তাই অ্যালবাম পানি থেকে দূরে রাখুন।
ফটোফ্রেম: ছবি সংরক্ষণ করার জন্য ফটোফ্রেম অন্যতম একটি মাধ্যম। ফটোফ্রেমে ছবি ভালো থাকে অনেক দিন। একটি ফটোফ্রেমে একটি মাত্র ছবি রাখা যায়, তাই ভালো ছবি রাখা হয় ফটোফ্রেমগুলোতে। ফটোফ্রেমের ছবি সাধারণত ঘরের দেয়ালে অথবা ঘরের অন্য কোনো স্থানে বাঁধাই করে ঝুলিয়ে রাখা হয়। সবার চোখের সামনে থাকে ছবিটি, তাই এটা ভালো রাখা একান্ত প্রয়োজনীয়। এলিফ্যান্ট রোডের রাজু গ্লাস হাউসের স্বত্বাধিকারী মো. ইদ্রিস মিয়া বলেন, ছবি বাঁধাই করলে অনেক দিন ভালো থাকে। ফটোফ্রেমে ছবি বাঁধাই করতে চাইলে ভালো কাগজে ছবি প্রিন্ট করতে হবে। তিনি বলেন, যদি ছবিটি বেশি দিন রাখতে চান, তবে বাঁধাই করার আগে লেমিনেটিং করে নিলে ভালো হয়। আরেকটি ব্যাপার লক্ষ রাখতে হবে, ছবি যেন কাচ দিয়ে বাঁধাই করা হয়।
কম্পিউটারে ছবি সংরক্ষণ: কম্পিউটারে সহজেই ছবি সংরক্ষণ করা যায়। আজকের আধুনিক যুগে প্রায় সবার কাছে কম্পিউটার অনেক সহজলভ্য। কম্পিউটারে একসঙ্গে অনেক বেশি ছবি সংরক্ষণ করা যায়। শেলটেক সিয়েরার ডিজিটাল ফটোগ্রাফির ম্যানেজার মো. মোকসেদুল মোমিন জানান, কম্পিউটারে একসঙ্গে কয়েক হাজার ছবি রাখা যায়। ফটোশপের মাধ্যমে ছবি সুন্দর করে কম্পিউটারে সংরক্ষণ করা যায়। তিনি জানান, কম্পিউটারে ছবি রাখতে চাইলে আপনাকে ছবি তোলার তারিখটির দিকে লক্ষ রাখতে হবে। কম্পিউটারের মেমোরিতে ছবি তোলার তারিখ ও লোকেশনের নাম দিয়ে সংরক্ষণ করলে সহজেই ছবিটি খুঁজে পাওয়া যাবে। ঢাকার অনেক স্টুডিওতে এখন আংশিক নষ্ট হয়ে যাওয়া ছবি ভালো করা হয়। এমনকি সাদা-কালো ছবি রঙিন করে দিতে পারে স্টুডিওগুলো। এখানে লক্ষ রাখতে হবে, আপনি যখন কম্পিউটার মেরামত করতে দেবেন, তখন সংরক্ষিত ছবিগুলো সিডি করে নিন। কেননা মেরামত করার সময় সংরক্ষিত ছবিগুলো মুছে (ডিলিট) যেতে পারে।
ফটোবুক: ছবির অ্যালবামের মতো হলেও এই ফটোবুকগুলোতে সাধারণ পদ্ধতিতে ছবি সংরক্ষণ করা হয় না। এই ফটোবুকগুলোর বৈশিষ্ট্য হলো এর প্রতি পাতায় ছবি প্রিন্ট করা হয়। ফটোবুকে ছবিগুলো চিরস্থায়ী করতে পাতায় পাতায় বিশেষ রাসায়নিক পদার্থ দিয়ে ছবি প্রিন্ট করা হয়, ফলে ছবিগুলো আর্দ্রতাবিরোধী এবং এর রংও নষ্ট হবে না। ফটোবুকের সবচেয়ে বড় সুবিধা হলো বিভিন্ন আকারে ছবি প্রিন্ট করা যাবে। বিয়ে-জন্মদিনসহ পরিবারের নানা অনুষ্ঠানের ছবি ক্যাটালগসহ ইচ্ছেমতো রাখতে পারবেন। প্রিন্ট ছবি, পেনড্রাইভ, সিডি, নেগেটিভ থেকে ছবি প্রিন্ট করা যায় ফটোবুকে। সাধারণ অ্যালবামে ২০০ থেকে ৩০০টি ছবি রাখা যায়। কিন্তু ফটোবুকে একসঙ্গে আপনি ইচ্ছেমতো অনেক ছবি রাখতে পারবেন। ছবি হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার কোনো আশঙ্কা নেই ফটোবুকে। শুধু নতুন ছবি নয়, বহুদিনের পুরোনো ছবি রাখা যাবে মনের মতো করে।
বাদল খান
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ২৭, ২০০৯
Leave a Reply