হাইলাইটস
- চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়।
- যতক্ষণ গ্রহণ চলবে, ততক্ষণ পর্যন্ত গর্ভবতী মহিলাদের ঘর থেকে বেরোতে বারণ করা হয়।
চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। যতক্ষণ গ্রহণ চলবে, ততক্ষণ পর্যন্ত গর্ভবতী মহিলাদের ঘর থেকে বেরোতে বারণ করা হয়। কোনও ভাবে গ্রহণের আলো যেন তাঁদের গায়ে না পড়ে। যদিও এর পেছনে কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই, তাও গর্ভবতী মহিলার মনে যদি এই বিষয়ে কোনও সংশয় থাকে, তাহলে গ্রহণের সময় তাঁর ঘরে থাকাই ভালো। কারণ কোনও রকম টেনশন বা মানসিক উদ্বেগ, এই সময় তাঁদের জন্য মোটেও ঠিক নয়।
আর সূর্যগ্রহণে়র তুলনায় চন্দ্রগ্রহণ এড়ানো বেশি সহজ। কারণ চন্দ্রগ্রহণ রাতে হয়। আর সূর্যগ্রহণ খালি চোখে দেখা আমাদের পক্ষে ক্ষতিকর। কিন্তু চন্দ্রগ্রহণ কোনও ভাবে চোখের জন্য ক্ষতিকর নয়। দেখে নিন চন্দ্রগ্রহণের সময় প্রচলিত বিশ্বাস অনুসারে কোন কোন কাজ করা উচিত নয়।
* গ্রহণের সময় ছুরি, কাঁচি বা সূচের মতো কোনও ধারালো জিনিস ব্যবহার করবেন না।
* এই সময় কিছু না খাওয়াই ভালো।
* গ্রহণের সময় জানালা বন্ধ রাখুন এবং জানালায় মোটা পর্দা ঝুলিয়ে দিন। যাতে গ্রহণের আলো কোনও ভাবেই ঘরে ঢুকতে না পারে।
* গ্রহণের আগে তৈরি করা খাবার গ্রহণের পরে খাবেন না।
* গ্রহণ সম্পূর্ণ হলে স্নান করে নিতে হবে।
* গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের জলও খেতে নিষেধ করা হয়।
তবে আমরা বলব প্রচলিত বিশ্বাস অনেক কিছু থাকে। অন্ধ ভাবে সবকিছু মেনে চলা ঠিক নয়। গর্ভবতী মহিলাদের শরীরে যাতে জলের ঘাটতি না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। গ্রহণের দীর্ঘ সময় তাঁদের পক্ষে না খেয়ে থাকাও ঠিক নয়।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-08 14:38:04
Source link
Leave a Reply