মহামারীর দ্বিতীয় ঢেউয়ে মানুষের চিন্তা ও আশঙ্কা আরো ক্রমশ বেড়ে যাচ্ছে। কারণ বিজ্ঞানীরা ও বিশেষজ্ঞরা বলেছেন খুব শীঘ্রই এই তৃতীয় প্রবাহ আছড়ে পড়তে পারে এই দেশে।
তবে এর থেকে বড় চিন্তার বিষয় হল যারা করোনায় আক্রান্ত হচ্ছেন সেই সকল রোগীরা আরও এক নতুন রোগের কবলে পড়েছেন। এই খবরটি যথেষ্ট আশঙ্কার উদ্রেক করেছে। গুজরাত এবং দিল্লিতে এরকম কয়েকটি ঘটনা সামনে এসেছে।
জানা গেছে যে যারা করোনা আক্রান্ত হয়েছিলেন তারা আরোগ্য লাভের পরে নতুন একটি রোগ মিউকোরমাইকোসিসের (mucormycosis) শিকার হয়েছেন। ডাক্তাররা বেশ কিছু জায়গায় মহামারীর ফলে আক্রান্ত রোগীদের মধ্যে ইনফেকশনের (fungus infection) ফলে জন্ম নেওয়া কিছু রোগের ঘটনা দেখেছেন।
গত দুই দিনে এই নতুন রোগটিতে (mucormycosis) আক্রান্ত হওয়ার ফলে ছটি ঘটনা সামনে এসেছে। ডাক্তাররা বলছেন গত বছর অর্থাৎ ২০২০ সালে এই নতুন রোগটির ফলে বহু মানুষ মারা গিয়েছিলেন।
বহু মানুষ দৃষ্টিশক্তি হারিয়ে ছিলেন। পাশাপাশি বেশ কিছু মানুষের নাক এবং চোয়ালের হাড় বের করতে হয়েছিল।
এটি একপ্রকার ফাঙ্গাস ইনফেকশন (fungus infection) যা শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে। এটিকে “ব্ল্যাক ফাংগাস”ও (black fungus) বলা হয়।
এ রোগটির ফলে মাথা, ফুসফুস এবং ত্বকের ইনফেকশন (fungus infection) হতে পারে। মাথায় এই রোগের লক্ষণ হিসেবে ত্বকের একদিকের অংশ ফুলে যাওয়া, মাথাব্যথা, সাইনাসের সমস্যা, নাকের উপরের অংশের কালো চিহ্ন এগুলো দেখা যায়।
পাশাপাশি জ্বর হতে পারে। ফুসফুসে রোগের লক্ষণ হিসেবে কাশি, বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট হতে পারে।
ত্বকে এই রোগটি হলে চামড়া ক্রমশ ত্বক থেকে বেরিয়ে আসতে থাকে এবং যে জায়গায় ইনফেকশন (fungus infection) ছড়াচ্ছে সেই জায়গাগুলি কালো হয়ে যেতে পারে। এছাড়া অনেকের মধ্যে চোখে ব্যথা, চোখে ঝাপসা দেখা, পেটে ব্যথা, বমি এই সমস্যাগুলো হতে পারে।
যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা (immunity system) কম তাদের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। করোনা আক্রান্ত হলে রোগ প্রতিরোধ ক্ষমতা (immunity system) কমে যায়। তার ফলে তারা খুব দ্রুত এই ইনফেকশনের শিকার হন।
লাল-নীল-গেরুয়া…! ‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’!
‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.
শরীর স্বাস্থ্য – Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper
2021-05-07 13:21:51
Source link
Leave a Reply