হাইলাইটস
- অনেকেই থাকেন যাঁদের হাজার ধুলেও স্বভাব পাল্টায় না।
- সম্পর্কে থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা।
- বরং অন্যকে জ্বালিয়ে এরা বেশি সুখ পায়
অবশেষে রিমলি জানতে পারল ক্লাসেরই অন্য একটি মেয়ের সঙ্গে প্রেম করছে তার প্রেমিক। এবং তাদের প্রেম বেশ কয়েকদিন আগে থেকেই জমে উঠেছে। যাই হোক মনে অনেকটা কষ্ট নিয়েই সম্পর্ক থেকে বেরিয়ে এল রিমলি। নিজের মতো করে থাকার চেষ্টা করল। এতদিনের চেনা বন্ধুগুলোই হঠাৎ করে পর হয়ে গেল। তবুও সব কিছু ভুলে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল সে। এদিকে মাঝে মধ্যেই টেক্সট করে উল্টোপাল্টা লেখে সপ্তর্ষি। কখনও আবার ভালোবাসার কথাও লেখে। এই শুনে রিমলির একবন্ধু পরামর্শ দিল আগেই এমন ধান্দাবাজ ছেলেকে সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দিতে। আপনার প্রাক্তনটিও কি এই রকম মানুষ? রাত বিরেতে ফোন করে জ্বালাতন করে? তাহলে জানুন কেন করেন
নিজের তিক্ততা প্রকাশ করতে চায়- অনেকেই থাকেন যাঁদের হাজার ধুলেও স্বভাব পাল্টায় না। সম্পর্কে থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা। বরং অন্যকে জ্বালিয়ে এরা বেশি সুখ পায়। বেশিরভাগ ক্ষেত্রেই এঁরা মানসিক বিকার যুক্ত হন। আর তাই এমন পাবলিকের থেকে আগেভাগেই সাবধান।
নিজের অপরাধবোধ প্রকাশ করতে চাইছেন- ঝামেলার পর অনেকেই নিজের ভুল বুঝতে পারেন। আর তাই তখন সেই অপরাধ বোধ থেকেই তিনি ক্ষমা চান। নিজেকে সেই অবস্থা থেকে বের করে আনার চেষ্টা করেন। এটাও তিনি চেষ্টা করে দেখেন যে সঙ্গী আবার ফিরে আসেন কিনা।
তিনি ভালো আছেন কিনা দেখতে চান- ব্রেক আপের পর ৩০ শতাংশ ছেলের মধ্যেই এই মানসিকতা কাজ করে। প্রাক্তন প্রেমিকা কেমন আছেন তা জানতে খুব ইচ্ছে করে তাঁদের। আর যে কারণে তাঁরা আবেগ তাড়িত হয়ে কিছু কথা বলে দেখতে চান। সাবধান! এমন ফাঁদে পা দেবেন না। ৩২ শতাংশ ছেলেদের মধ্যেই এই মানসিকতা থাকে। যা গেছে, তা একেবারেই যাক। ফিরে আসার ভাবনা রাখবেন না।
যৌনতা- সম্পর্ক ছেদ হয়ে গিয়েছে। কিন্তু প্রাক্তন প্রেমিকার সঙ্গে আদর মাখা মুহূর্তগুলো একেবারেই ভুলতে পারছেন না। বারে বারে ডাকছে বিছানা আর যৌনতা। এমন পরিস্থিতিতে নিজের যৌন ইচ্ছা থেকেই তিনি ডাক পাঠান বার বার।
অভ্যাসের বশে টেক্সট- এতদিন আপনাকে নিয়মিত টেক্সট করা ছিল তাঁর অভ্যেস। হঠাৎ করেই সেই অভ্যাসে ছেদ পড়লে মুশকিল হয়ে যায়। পুরনো অভ্যাসবশত গুড মর্নিং, গুড নাইট, আই লাভ ইউ এই সব মেসেজ পাঠিয়ে দেন। তাই সব থেকে ভালো ব্রেক আপের পরেই ব্লক করে দিন। তাহলে দুপক্ষেরই শান্তি।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-06 18:45:56
Source link
Leave a Reply