TALi attention assessment কী?
অস্ট্রেলিয়ার বাজারে ঝড় তোলার পরে ভারতের বাজারে প্রবেশ করেছে TALi অ্যাপ। বিভিন্ন সংস্থা ও শিশুর বামা-মায়ের সঙ্গে কাজ করে এই কোম্পানি। কোম্পানির 25 বছরের নিউরোসায়েন্স গবেষণার সুফল এই অ্যাপে পাওয়া যাবে। এই সাধারণ টুল ব্যবহার করে শিশুর কোন কোন জায়গায় মনোযোগে উন্নতি করা প্রয়োজন তা বাবা-মাকে বুঝতে সাহায্য করবে।
কীভাবে কাজ করে?
আপনার শিশুর মনোযোগে কোন সমস্যা থাকলে তা বুঝতে সাহায্য করবে TALi Assessment। 3 থেকে 8 বছর বয়সের শিশুদের জন্য বিশেষভাবে এই টুল ডিজাইন করা হয়েছে। বিশেষ এই টুল শিশুর জ্ঞানীয় মনোযোগ দক্ষতা বুঝতে সাহায্য করে। অ্যাপের মধ্যের ছয়টি অ্যাকটিভিটি আপনার শিশুর মনোযোগের তিনটি বিশেষ বিভাগ বুঝতে সাহায্য করবে। এই বিভাগগুলি হল সিলেকটিভ অ্যাটেনশন (শিশু একটি জিনিসে কত ভালো মনোযোগ দিতে পারে), সাসটেইন্ড অ্যাটেনশন (কত দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখতে পারে), ও এক্সিকিউটিভ অ্যাটেনশন (একটি কাজ থেকে অন্য কাজে মনোযোগ সরানোর দক্ষতা)। এই টেস্টের পরেই আপনার শিশুর মনোযোগ সম্পর্কে একটি বিস্তারিত রিপোর্ট পেয়ে যাবেন।
বিজ্ঞানভিত্তিক উপায়
TALi অ্যাপের সবথেকে বড় বিশ্বাসযোগ্যতা হল এই অ্যাপ সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক। অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণার উপরে নির্ভর করে এই অ্যাপ তৈরি হয়েছে। TALi Assessment রিপোর্টে আপনি শিশুর কগনিটিভে অ্যাটেনশন স্কোরের সঙ্গেই তিনটি বিভাগে পৃথক স্কোর আলাদাভাবে জানতে পারবেন। এর সঙ্গেই শিশুর মনোযোগ কীভাবে বাড়াবেন সেই জন্য রয়েছে বিশেষ TRAIN অ্যাপ।
TALi Assessment একটি দুর্দান্ত টুল যা আপনার শিশুর মনোযোগ দক্ষতাকে বাড়ানোর প্রয়োজন রয়েছে কি না জানাবে। বিভিন্ন ন গেমের স্কোরের মাধ্যমে তা জানা যাবে। শিশুর মনোযোগ দক্ষতা সম্পর্কে জানা এই বিষয়ের প্রথম পদক্ষেপ। আপনি যদি শিশুর মনোযোগ বাড়ানোর জন্য কী করবেন তা বুঝতে পারছেন না তবে এখনই ডাউনলোড করুন TALi অ্যাপ আর বিনামূল্যে দেখে নিন TALi Assessment।
Disclaimer: The article has been produced on behalf of TALi by the Times Internet’s Spotlight team.
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-05-05 17:44:25
Source link
Leave a Reply